মলদ্বীপে সারার বর্ষবরণ। ছবি ইনস্টাগ্রাম।
মলদ্বীপের সৈকতে নতুন বছরকে স্বাগত জানালেন সারা আলি খান। ভাই ইব্রাহিমের সঙ্গে ওখানেই ছুটি কাটাচ্ছেন সইফ-কন্যা। ইনস্টাগ্রামে ছবি শেয়ার করেছেন সারা।
সাগরে নীল জলে সিক্ত সারার ছবি মাত করেছে সোশ্যাল মিডিয়ায়। অপূর্ব নৈসর্গিক ছবির সিরিজ পোস্ট করেছেন অমৃতা-কন্যা। সব ছবিতেই প্রকৃতির সঙ্গে মিশে গিয়েছে তাঁর সৌন্দর্য।
বোনের ইনস্টাগ্রাম প্রোফাইলে মাঝে মাঝেই ছবি শেয়ার করেন ইব্রাহিম। বড়দিনে দুই ভাইবোন মজার ছবি পোস্ট করেছিলেন। মা অমৃতার সঙ্গেও প্রায়ই ছবি পোস্ট করেন সারা-ইব্রাহিম।
When feeling blue isn’t a bad thing 🐳🐬💙🧿 @luxnorthmale @ncstravels
সইফ-অমৃতার একমাত্র মেয়ে সারা ইতিমধ্যেই ইন্ডাস্ট্রির নতুন প্রজন্মের হিট নায়িকা। গত বছর মুক্তি পায় তাঁর প্রথম ছবি ‘কেদারনাথ’। রোহিত শেট্টির পরিচালনায় রণবীর সিংহের বিপরীতে সারার ‘সিম্বা’ও মুক্তি পেয়েছে ২০১৮ তেই।
এ বছর মুক্তি পাবে সারার তৃতীয় ছবি ‘কুলি নম্বর ওয়ান’। ডেভিড ধওয়নের পরিচালনায় এই ছবিতে সারার নায়ক বরুণ ধওয়ন। আরও একটি রিমেকে দেখা যাবে সারাকে। ভ্যালেন্টাইনস ডে-তে মুক্তি পাচ্ছে ‘আজ কাল’।
২০০৯ সালের ছবি ‘লভ আজ কাল’-এর সিকোয়েল এই ছবিতে সারা জুটি বাঁধছেন কার্তিক আরিয়ানের সঙ্গে। ছবিতে আছেন রণদীপ হুডাও। ‘আজ কাল’-এর পরিচালক ইমতিয়াজ আলি খান।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy