সম্পর্কে কি চিড় ধরল হিন্দি টেলি দুনিয়ার জনপ্রিয় জুটি সঞ্জীদা শেখ এবং আমির আলির? স্পটবয় ম্যগাজিনের সূত্র অনুযায়ী, বেশ কিছু দিন ধরেই নাকি এক ছাদের তলায় থাকছেন না সঞ্জিদা এবং আমির। কিন্তু কেন? ফ্যানেদের সেই কবে থেকে ‘কাপল গোল’ দিয়ে আসা ওই জনপ্রিয় জুটির হঠাৎ হল টা কী?
জনপ্রিয় ওই ম্যাগাজিন জানাচ্ছে, বিভিন্ন কারণে নাকি বেশ অশান্তি হচ্ছে তাঁদের। অশান্তি নাকি দিন দিন এতটাই বেড়ে যাচ্ছে যে একসঙ্গে থাকা থেকেও বিরত থাকতে হচ্ছে তাঁদের। কিন্তু ইনস্টাগ্রামে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তাদের মাখোমাখো রোম্যান্স কি সবটাই ‘লোক দেখানো’? বিশেষ সূত্র বলছে, অনেকটা সে রকমই।
যদিও আমিরকে এ ব্যপারে জিজ্ঞাসা করা হলে অভিনেতার সটান উত্তর, “জানিনা কেন আপনাদের এসব মনে হল। এ সব কিছুই নয়।”
আরও পড়ুন-তিন খানকে কোনওদিনই এক ছবিতে দেখা যাবে না কেন? জানালেন সলমন
আরও পড়ুন-‘প্যান্ট পরতে ভুলে গিয়েছেন?’ পোশাক নিয়ে চরম ট্রোলের শিকার অনন্যা পাণ্ডে
যদিও সঞ্জীদা এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি। ২০০৭ সালে জনপ্রিয় হিন্দি সিরিয়াল ‘ক্যায়া দিল মে হ্যায়’-এর মধ্য দিয়ে প্রথম বার জুটি বাঁধেন সঞ্জীদা এবং আমির। ডান্স রিয়ালিটি শো ‘নাচ বালিয়ে’তেও একসঙ্গে অংশ নিয়েছিলেন তাঁরা। ২০১২ তে বিয়ে হয় ওই জনপ্রিয় জুটির।
দেখুন ওই সেলিব্রিটি কাপলের কিছু ইনস্টাগ্রাম পোস্ট
#rukahoon out tom ❤️ @jigarsaraiya @soulfulsachin