সিনেমার কথা বললে তা-ও বা ভেবে দেখতে পারেন। কিন্তু ওটিটিতে এখনও সড়গড় হননি রেখা। এই মাধ্যম পছন্দও করেন না যেমন, কাজ করতেও আগ্রহী নন। পরিচালক যদি হন সঞ্জয় লীলা ভন্সালী, তা হলেও কি না?
কিছু দিন আগেই শোনা গিয়েছিল, সঞ্জয়ের ‘হীরামাণ্ডি’-তে থাকছেন রেখা। অচিরেই জানা যায় এটি গুজব, রেখা থাকছেন না এই সিরিজ়ে।
সম্প্রতি জানা গেল, অভিনেত্রী নিজে আগ্রহী না হলেও পরিচালক বার বার অভিনেত্রীকে চেয়েছেন এই সিরিজ়ে। আটটি পর্ব হবে এর।
সঞ্জয় নাকি চেয়েছিলেন, রেখা যেন এই সিরিজ়ে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন। কিন্তু অভিনেত্রীর অনাগ্রহের কারণেই তখন কথাবার্তা খুব বেশি এগোয়নি।
আরও পড়ুন:
-
গেরুয়া বাহিনীর সঙ্গে দীর্ঘ শত্রুতা, ‘পাঠান’ ১০০০ কোটি ছোঁয়ায় বয়কট গ্যাংকে কটাক্ষ স্বরার
-
চেম্বুরের অনুষ্ঠানে সোনুর উপর হামলা, উত্তর ভারতে শো থাকলে কী করেন মিকা?
-
ক্ষমা চাইলেন অরিজিৎ সিংহ! ‘গেরুয়া’ বিতর্ক নয়, নেপথ্যে রয়েছে অন্য কারণ
-
টাকা দিয়ে পরিচারিকার মুখ বন্ধ করে দিলেন নওয়াজ়? বিস্ফোরক মন্তব্য অভিনেতার ভাইয়ের
পরিচালক অবশ্য হাল ছেড়ে দেননি। এখনও নাকি কথা চালাচালি হচ্ছে দু’জনের মধ্যে। এখন অবশ্য রেখাকে তুলনায় ছোট একটি চরিত্রে চাইছেন সঞ্জয়। কানাঘুষো শোনা যাচ্ছে, একটি বিশেষ গানের দৃশ্যে অন্তত রেখাকে চাইছেন পরিচালক। ভন্সালী নাকি এখনও গোঁ ধরে রয়েছেন যে, রেখাকে ‘হীরামাণ্ডি’তে তিনি নেবেনই, ছোট চরিত্র হলেও।
এই সিরিজ়ে ১৯৪০-এর দশকের টালমাটাল স্বাধীনতা সংগ্রামের প্রেক্ষাপটে উঠে আসবে যৌনপল্লি ও গণিকাদের জীবন। তাঁদের জীবনের ভালবাসা, বিশ্বাসঘাতকতা, উত্তরাধিকারের দ্বন্দ্ব, রাজনীতির কাহিনি সঞ্জয় বুনেছেন নিজস্ব ভঙ্গিমায়।