Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Sameera Reddy

‘শ্বাসকষ্ট হচ্ছিল’, তবু দু’মাসের মেয়েকে কোলে নিয়ে কর্নাটকের সর্বোচ্চ শৃঙ্গে উঠলেন সমীরা

‘মাঝপথে থামতে হয়েছিল। ঠিক করে শ্বাস নিতে পারছিলাম না।’

সমীরা রেড্ডি।

সমীরা রেড্ডি।

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ৩০ সেপ্টেম্বর ২০১৯ ১৮:২৭
Share: Save:

কিছু দিন আগেই দ্বিতীয়বার মা হয়েছেন অভিনেত্রী সমীরা রেড্ডি। সম্প্রতি দু’মাসের মেয়ে নাইরা-র ছবিও শেয়ার করেছিলেন ইনস্টাগ্রামে। এবার সেই একরত্তিকে নিয়েই সমীরা উঠে পড়লেন কর্নাটকের উচ্চতম শৃঙ্গ মূল্যায়নগিরিতে। যার উচ্চতা ৬৩০০ ফুট।

প্রেগন্যান্সি পরবর্তী সময়ে হাজার ঝক্কি। তাতে অবশ্য থোড়াই কেয়ার তাঁর। পাহাড়ে উঠলেন, ভিডিয়ো তুলে তা শেয়ারও করলেন ইনস্টাগ্রামে। ক্যাপশনে সমীরা লিখেছেন, ‘নাইরা কে নিয়ে মূল্যায়নগিরি তে চড়ার প্রচেষ্টা।’ উঠতে গিয়ে কি কোনও অসুবিধাই হয়নি তাঁর? সমীরা লিখেছেন, ‘মাঝপথে থামতে হয়েছিল। ঠিক করে শ্বাস নিতে পারছিলাম না।’

Attempted climbing to Mullayanagiri Peak with Nyra strapped on! I stopped midway cos I was so out of breath ! 6300 ft high it’s the tallest Peak in Karnataka! So many messages from New moms saying they are inspired to travel & I’m thrilled my travel stories are getting such a positive response! It’s very easy to feel low post baby & I’m super determined to not let it get me down! 🏃‍♀️ for moms asking I did not express I just fed her on demand everywhere! Less fuss and easy to travel this way ! 🌟. . #onthemove #momlife #travelstories #motherhood #travel #keeponmoving #positivevibes #chikmagalur #karnataka #mullayanagiri #peak 🏔

A post shared by Sameera Reddy (@reddysameera) on

তাতেও দমে যাননি তিনি। অভিনেত্রীর দুর্দমনীয় মনের জোরের তারিফে ফেটে পড়েছেন ফ্যানেরা। তাঁর ইনস্টাগ্রামের দেওয়ালও ভরে গিয়েছে সুন্দর সুন্দর কমেন্টে। সদ্য মা হয়েছেন যারা, বা হতে চলেছেন তাঁদের উদ্দেশে সমীরার বক্তব্য, ‘প্রেগন্যান্সির পর অনেক সময়েই কিছু ভাল লাগে না। আমি প্রথম থেকেই এ ব্যাপারে সতর্ক ছিলাম। তবে নাইরাকে সময়ে সময়ে খাওয়াতে ভুলিনি একদমই।”

২০১৫-এ সমীরার প্রথম সন্তান হান্সের জন্ম হয়। সে সময় তাঁর ওজন হয়েছিল ১০২ কিলোগ্রাম।নাইরা হওয়ার পর এমনটা যাতে আর না হয় সে জন্যই মেয়েকে কোলে নিয়েই সমীরা বেরিয়ে পড়েছেন পাহাড়ের কোলে।

আরও পড়ুন- রণবীরের জন্মদিনে কী উপহার দিলেন আলিয়া?

আরও পড়ুন-‘মুখ জমে গিয়েছিল’, প্রথম চুমু নিয়ে আর কী বললেন কঙ্গনা?

অন্য বিষয়গুলি:

Sameera Reddy Bollywood Celeb Pregnancy
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy