Advertisement
২০ ডিসেম্বর ২০২৪
Bollywood News

দুবাই থেকে ফিরেই শারীরিক অবস্থার অবনতি? ফের হাসপাতালে ছুটতে হল সামান্থাকে

দীর্ঘ দিন ধরেই অসুস্থ সামান্থা রুথ প্রভু। তবে এ বার সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে চান নায়িকা। বছর খানেকের জন্য বিরতি নিয়েছেন শুটিং থেকে। আপাতত বিদেশে চিকিৎসা চলছে অভিনেত্রীর।

Samantha Ruth Prabhu reportedly admitted to hospital again, photo of actress being on drips amid her Myositis battle goes viral

সামান্থা রুথ প্রভু। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
মুম্বই শেষ আপডেট: ১২ অক্টোবর ২০২৩ ২১:০৪
Share: Save:

দিন কয়েক আগেই দুবাইয়ের এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সমাজমাধ্যমে পাতায় দেখা গিয়েছিল সেই অনুষ্ঠানের ছবি। সমাজমাধ্যমে নিজের পাতাতেও একাধিক কেতাদুরস্ত ছবি শেয়ার করেছিলেন অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ওই অনুষ্ঠান থেকে ফিরেই ফের হাসপাতালের বিছানায় সামান্থা। হাতের চ্যানেলের মাধ্যমে তরল ওষুধ যাচ্ছে শরীরে। তবে কি ফের শারীরিক অবস্থার অবনতি হল নায়িকার?

ছবি: সংগৃহীত।

সামান্থার ইনস্টাগ্রাম স্টোরি। ছবি: সংগৃহীত।

সম্প্রতি সমাজমাধ্যমের পাতায় একটি ছবি শেয়ার করেন সামান্থা। সেখানেই দেখা যায়, হাসপাতালে শয্যাশায়ী অভিনেত্রী। সেই ছবি দেখেই মাথায় হাত অনুরাগীদের। তবে সবাইকে অভয় দিয়ে সামান্থা লেখেন, শারীরিক অবস্থার অবনতির কারণে নয়, নিয়মিত চিকিৎসার কারণে হাসপাতালে যেতে হয়েছে তাঁকে। হাতে চ্যানেলের মাধ্যমে যে ওষুধ তাঁকে দেওয়া হচ্ছে, তা তাঁর চিকিৎসারই অঙ্গ।

গত বছর থেকে মায়োসাইটিস নামক এক রোগের শিকার সামান্থা। পেশিপ্রদাহজনিত এই রোগের কারণে একাধিক বার হাসপাতালেও যেতে হয়েছে তাঁকে। সেই রোগের চিকিৎসার কারণেই অভিনয় থেকে বিরতি নিয়েছেন অভিনেত্রী। আমেরিকায় অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থার সাহায্যে নিজেকে সম্পূর্ণ সুস্থ করে তুলতে বদ্ধপরিকর তিনি। চিকিৎসার পিছনে খরচও হচ্ছে কয়েক কোটি টাকা। যদিও সেই টাকার অঙ্ক প্রকাশ্যে আনেননি অভিনেত্রী। এ দিকে চিকিৎসার কারণে অভিনয় থেকে বিরতি নেওয়ায় প্রায় ১০-১২ টাকা ক্ষতিও হয়েছে সামান্থার। তবে স্রেফ টাকার কারণে অভিনয় করতে নারাজ তিনি। মাস খানেক আগে সমাজমাধ্যমের পাতায় এক লাইভ সেশনে এসে সামান্থা জানান, কোনও ছবি বা সিরিজ়ের চিত্রনাট্য বা চরিত্র যদি তাঁকে নতুন কোনও কিছু শিখতে উদ্বুদ্ধ না করে, তা হলে সেই কাজ করতে উৎসাহী নন তিনি।

অন্য বিষয়গুলি:

Bollywood Bollywood News Samantha Ruth Prabhu South Indian Actress Health Condition The Family Man
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy