Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Salman Khan

ভিএফএক্স নয়, সত্যি! ছবির প্রচারে এসে জামা খুলে দেখালেন সলমন

এখন মোট ৬টি অ্যাব তাঁর পেটে। যাকে বলে ‘সিক্স প্যাক’। বুঝিয়ে দিলেন, ৫৭ বছর বয়সে নিজে কসরত করে এগুলি বানিয়েছেন সলমন। সম্পাদনার কারসাজি নয়, পর্দায় যা দেখা যাচ্ছে, তা একেবারে সত্যি।

 Salman Khan shuts down trolls who claimed his six-pack abs in Kisi Ka Bhai Kisi Ki Jaan are fake, unbuttons shirt

ফারহাদ সমজি পরিচালিত ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিটি মূলের দিক থেকেও দক্ষিণের ‘বীরম’ ছবির রিমেক। তামিল ব্লকবাস্টার ছিল সেটি। — ফাইল চিত্র।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ১১ এপ্রিল ২০২৩ ১২:৪৬
Share: Save:

ছবিতে দেখানো তাঁর চেহারা নাকি সবটাই ভিএফএক্সের কারসাজি? এ কথা কানে যেতে মনে মনে প্রস্তুতি নিয়েই রেখেছিলেন সলমন খান। সোমবার ট্রেলার মুক্তির দিনেই বুঝিয়ে দিলেন আসল-নকলের নমুনা। ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির দল নিয়ে মুম্বইয়ে প্রচার অনুষ্ঠানে হাজির হন সলমন। ফটাফট নিজের শার্ট খুলে ফেলেন ‘ভাইজান’। উপস্থিত সবাই তাতে হর্ষধ্বনি দিয়ে ওঠেন।

সলমন নিজেই তোলেন সেই প্রসঙ্গ। শার্ট খোলার পর নিজের পেশিবহুল শরীর দেখিয়ে বলেন, “আপনাদের মনে হয় এগুলো ভিএফএক্স?” আরও জানান, প্রথম চারটি অ্যাব আগের। আরও দু’টি বানিয়েছেন পরে। এখন মোট ৬টি অ্যাব তাঁর পেটে। যাকে বলে ‘সিক্স প্যাক’। বুঝিয়ে দিলেন ৫৭ বছর বয়সে নিজে কসরত করে এগুলি বানিয়েছেন। সম্পাদনার কারসাজি নয়, পর্দায় যা দেখা যাচ্ছে তা একেবারে সত্যি।

‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির ‘ইয়েনতম্মা’ গান মুক্তি পেতেই সমাজমাধ্যমে তীব্র সমালোচনা করেছিলেন প্রাক্তন ক্রিকেটার লক্ষ্মণ শিবরামকৃষ্ণণ। লুঙ্গির মতো করে পরা ধুতির ভিতরে নাচতে নাচতে হাত ঢোকানোর দৃশ্য ছিল তাঁর মূল আপত্তির জায়গা। দক্ষিণের সংস্কৃতির প্রতি অশ্রদ্ধা এবং অজ্ঞানতা প্রকাশ পেয়েছে এই গানের ভিডিয়োতে, এমনটিই দাবি লক্ষ্মণের। তাঁকে সমর্থন করেছেন আরও অনেকেই। সেই আবহে সোমবার মুক্তি পেল ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর ট্রেলার।

একাধিক বার প্রাণনাশের হুমকির পাওয়ার পরে আপাতত ওয়াই ক্যাটেগরির সুরক্ষা দেওয়া হয়েছে সলমন খানকে। সোমবার ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে বুলেটপ্রুফ গাড়িতে চড়ে এসেছিলেন সলমন। সেই গাড়ির দাম প্রায় দু’কোটি টাকা। যে কোনও রকমের অপ্রীতিকর ঘটনা এড়াতে মুম্বইয়ে সলমনের বাড়ির সুরক্ষাও কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে।

শার্টলেস সলমনকে দেখে ভিডিয়োর নীচে শুভেচ্ছাবার্তা অনুরাগীদের। কেউ লিখলেন, “আগুন!” কেউ লিখলেন, “একে বলে আত্মবিশ্বাস।” ফারহাদ সমজি পরিচালিত ‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিটি মূলের দিক থেকেও দক্ষিণের ‘বীরম’ ছবির রিমেক। তামিল ব্লকবাস্টার ছিল সেটি। অনেক বার মুক্তির দিন নিয়ে টালবাহানার পর আগামী ২১ এপ্রিল ‘কিসি কা ভাই কিসি কি জান’ মুক্তির কথা ঘোষণা করেছেন নির্মাতারা।

অন্য বিষয়গুলি:

Salman Khan Bollywood Actor Film Promotion Upcoming Movie Kisi Ka Bhai Kisi Ki Jaan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy