Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Salman Khan

লাদাখে রুক্ষ পাহাড়ের কোলে তৈরি হচ্ছে সলমন খানের নতুন ছবি, ঝলক প্রকাশ্যে

সলমন খানের নতুন ছবির শ্যুটিং হয়েছে লাদাখে। সোমবার ভাগ করে নিলেন একঝলক ‘কিসি কা ভাই কিসি কি জান’

সলমনের নতুন ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর একঝলক প্রকাশ্যে এল সোমবার।

সলমনের নতুন ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর একঝলক প্রকাশ্যে এল সোমবার।

সংবাদ সংস্থা
মুম্বই শেষ আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২২ ১৯:২৯
Share: Save:

লাদাখের ঊষর উপত্যকা দিয়ে মোটরবাইক চালিয়ে যাচ্ছেন সলমন খান। দু’পাশে লাল পাহাড়। ধুলো উড়িয়ে এসে থামলেন নায়ক। রোদচশমা খুলে লম্বা চুল উড়িয়ে দাঁড়ালেন। নতুন ছবি ‘কিসি কা ভাই কিসি কি জান’-এর এমনই এক ঝলক প্রকাশ্যে এল সোমবার।

ভাইজান প্রযোজিত নতুন ছবিটির শ্যুটিং শেষ হয়েছে সদ্য। লাদাখ থেকে ছবি পোস্ট করেছিলেন সলমন। তাঁর ৩৪ বছরের অভিনয় জীবনে বিশেষ অবদান রাখবে ‘কিসি কা ভাই কিসি কি জান’, এমনই জানিয়েছিলেন। পোস্টার এবং লোগো প্রকাশিত হল একই দিনে। ফারহাদ সমজি পরিচালিত ছবিতে অভিনয় করেছেন, পূজা হেগড়ে, শেহনাজ গিল এবং ভেঙ্কটেশ।

১৯৮৮ সাল। ‘বিবি হো তো অ্যায়সি’ ছবি দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেছিলেন সলমন খান। তার পর পায়ে পায়ে ২০২২ সাল। গত ২৬ অগস্ট নতুন ছবির কথা ঘোষণা করেছেন ভাইজান। ছবির নাম ‘কিসি কা ভাই... কিসি কি জান’, যার ঝলকে নতুন চেহারা সামনে আনলেন অভিনেতা।

স্মৃতিমেদুর অভিনেতা লিখেছিলেন, ‘‘৩৪ বছর আগে... আমার জীবনের যাত্রা শুরু হয়েছিল শূন্য থেকে। আমাকে এত পথ এগিয়ে দেওয়ার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ।’’

সলমন জানিয়েছেন তাঁর নতুন ছবি অ্যাকশন, কমেডি এবং রোম্যান্সে ভরপুর।মজার বিষয় হল, এই শিরোনামটি সলমনেরই আরেক ছবি ‘কভি ইদ কভি দিওয়ালি’-এর কথা মনে করিয়ে দেয়। যার শ্যুটিং এখনও চলছে। অনেকে মনে করছেন, সেই ছবিরই নাম বদলে ‘কিসি কা ভাই... কিসি কি জান’ রাখা হয়েছে। তবে নির্মাতারা এখনও আনুষ্ঠানিক ভাবে এমন কোনও ঘোষণা করেননি।

এ ছাড়াও সলমনের ঝুলিতে রয়েছে একগুচ্ছ ছবি। সেই তালিকায় রয়েছে ক্যাটরিনা কইফের সঙ্গে ‘টাইগার ৩’ এবং ‘বজরঙ্গি ভাইজান ২’। তা ছাড়া শাহরুখ খানের ‘পঠান’-এও অতিথি চরিত্রে দেখা যাবে তাঁকে।

অন্য বিষয়গুলি:

Salman Khan Upcoming Movie shooting Ladakh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy