পারস্পরিক ঘনিষ্ঠ সম্পর্ককে কখনও প্রকাশ্যে মান্যতা দেননি সলমন খান ও ক্যাটরিনা কইফ। তবে ক্যাটরিনার কেরিয়ারের নেপথ্যে সলমনের অবদানের কথা ইন্ডাস্ট্রিতে ‘খোলা খাতা’ র মতো। একটা সময় সম্পর্কে থাকলেও বেশি দিন তা দীর্ঘায়িত হয়নি। সলমনের সঙ্গে ক্যাটরিনার বিচ্ছেদ হয় ২০১২ সালে। সম্পর্ক ভেঙে যাওয়ার পরই ‘এক থা টাইগার’ ছবিতে একসঙ্গে কাজ করেন তাঁরা। তার পরও একাধিক কাজ করেছেন। যদিও ক্যাটরিনার বিয়ের অনুষ্ঠানে যাননি সলমন। ক্যাটরিনার সঙ্গে প্রেম ভাঙলেও অন্য প্রেমিকাদের মতো মুখ দেখাদেখি বন্ধ হয়নি তাঁর। যদিও এক সময় বিকল্প পেশা প্রসঙ্গে ক্যাটরিনাকে সলমন বলেন, ‘‘ওর বাড়িতে থেকে বাচ্চা মানুষ করা উচিত।’’ পাল্টা জবাবে কী বলেন অভিনেত্রী?
আরও পড়ুন:
ইন্ডাস্ট্রিতে পা রাখার পর থেকেই ক্যাটরিনার পরমার্শদাতা হিসাবে বিবেচ্য হয়েছেন সলমন। স্বভাবের দিকে থেকে বাইরে থেকে অনেকেই ভয় পান সলমনকে। তবে তাঁর ঘনিষ্ঠরা বরবারই তাঁর রসবোধের প্রশংসা করেছেন। বেশ কয়েক বছর আগে একটি অনুষ্ঠানে সলমনের কাছে ক্যাটরিনার বিকল্প পেশা প্রসঙ্গে প্রশ্ন করা হলে অভিনেতা বলেন, ‘‘ওর বিয়ে করা উচিত, বাড়িতে থেকে বাচ্চা মানুষ করা উচিত।’’ সঙ্গে সঙ্গে ভুল ধরিয়ে দেন ক্যাটরিনা। জানান, প্রশ্ন ছিল ডাক্তার না কি ইঞ্জিনিয়ার? সলমনের কথার প্রেক্ষিতে ক্যাটরিনা বলেন, ‘‘বাচ্চা মানুষ করা কিন্তু বেশ পরিশ্রমের কাজ।’’
২০০৫ সালে ‘ম্যায়নে প্যায়ার কিঁউ কিয়া’ ছবিতে সলমনের সঙ্গে প্রথম জুটি বাঁধেন ক্যাটরিনা। তার পর একাধিক ছবি ব্যর্থ হওয়া সত্ত্বেও কাজের অভাব ঘটেনি তাঁর। সৌজন্যে বলিউডের ‘সুলতান’। তাঁদের সম্পর্কে চাপানউতর এসেছে। তবু ক্যাটের হাত কখনও ছেড়ে দেননি ‘সল্লু মিঁয়া’। ক্যাটরিনা এখন ভিকি কৌশলের ঘরনি। তা সত্ত্বেও সলমনের সঙ্গে বন্ধুত্বে চিড় ধরেনি এতটুকুও।