সলমন খান।
খালি গায়ে হামাগুড়ি দিচ্ছে বছর দেড়েকের এক খুদে। চোখে মুখে দুষ্টুমির হাসি। সাদা কালো স্টিল ছবি। বেশ পুরনো। সেদিনের সেই খুদে যে একসময় ইন্ডাস্ট্রি কাঁপাবে তা হয়তো সে সময় কেউই ধারণা করতে পারেননি।
ছবিটি কার জানেন? বলিউডের ভাইজান সলমন খানের। মঙ্গলবার টুইটার অ্যাকাউন্ট থেকে ছোটবেলার ওই ছবি শেয়ার করেছেন সল্লু মিয়াঁ নিজে।
শুধু তাই নয়, তাঁর ৩১ বছরের অভিনয়ের কেরিয়ারে যারা পাশে ছিলেন তাঁদের ধন্যবাদও জানিয়েছেন সলমন।
আরও পড়ুন- আদালত ডেকে পাঠাল অক্ষয় খন্নাকে, প্রশ্নের মুখে ‘সেকশন ৩৭৫’
ক্যাপশনে লিখেছেন, ‘আমার ৩১ বছরের জার্নিতে যারা সঙ্গে ছিলেন, আমার ভক্ত, শুভাকাঙ্ক্ষী তাঁদেরকে অনেক ভালবাসা এবং ধন্যবাদ। তাঁরা পাশে ছিলেন বলেই এই সুন্দর যাত্রাটা সম্ভব হয়েছে।’
A bigg thank u to the Indian film industry n to every 1 who has been a part of this 31 year journey specially all my fans and well wishers who have made this amazing journey possible . . pic.twitter.com/w4XJ31FNT1
— Salman Khan (@BeingSalmanKhan) August 27, 2019
আরও পড়ুন- নিউ ইয়র্ক থেকে ভারতের ফ্যাশন র্যাম্প, বলি নায়কের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন এই সুপার মডেল!
১৯৮৮ তে মুক্তিপ্রাপ্ত ছবি ‘বিবি হো তো অ্যায়সি’ ছবির মধ্য দিয়ে বলিউডে অভিষেক হয় ভাইজানের। ওই ছবিতে ছিলেন ফারুক শেখ এবং রেখা। কিন্তু ভাইজানের কেরিয়ারের গ্রাফ চড়তে থাকে ‘ম্যায়নে প্যয়ার কিয়া’ ছবির পর। সেই ছবিতে ‘প্রেম’-এর চরিত্রে সলমন দর্শকদের মন জিতে নেয়। এর পর আর পেছনে তাকাতে হয়নি। ‘সজন’, ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘ওয়ান্টেড’, ‘দাবাং’ একের পর এক হিট এসেছে তাঁর ঝুলিতে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy