পাশাপাশি হেলেন, সলমা খান। ছবি: সংগৃহীত।
বাস্তব বলছে, তাঁরা দুই সতীন। একই চিত্রনাট্যকারের ঘরনি। এক ছাদের নীচে থাকেন কি না, জানা যায় না। তবে উভয়ের মধ্যে খুব সদ্ভাব, এমন উদাহরণও দেখাতে পারবে না বলিউড। কিন্তু বিশেষ দিনের বিশেষ উদ্যাপন বদলে দিল পরিস্থিতি। ‘সতীন’ হেলেনের হাতে হাত রেখে এক সঙ্গে নেচে তাঁর ৮৩তম জন্মদিনকে স্মরণীয় করলেন সলমা খান। চিত্রনাট্যকার সেলিম খানের প্রথম স্ত্রী, সলমন খানের মা।
খানদানের প্রত্যেকের জন্মদিন আন্তরিক ভাবে পালন করা হয়। সদ্য উদ্যাপিত সেলিম-সলমার বিবাহবার্ষিকীতেও হাজির ছিলেন প্রত্যেকে। কেক কেটে, হইহই করে, খানাপিনা সেরে আনন্দে দিনটি কাটিয়েছেন সকলে। তার আগে সেলিম খানের জন্মদিন গিয়েছে। তখনও তাঁর তিন ছেলে সলমন, আরবাজ়, সোহেল নিজেদের মতো করে বাবাকে শুভেচ্ছা জানিয়েছেন। এ বার মায়ের পালা। তবে সলমার জন্মদিন উদ্যাপনে উপস্থিত থাকতে পারেননি তাঁর বড় ছেলে। তিনি প্রয়াত কংগ্রেস নেতা বাবা সিদ্দিকীর ছেলে জিশান জিয়াউদ্দিন সিদ্দিকীকে নিয়ে দেশের বাইরে। বদলে সেই ফাঁক ভরেছেন ছোট ছেলে সোহেল। তিনি মায়ের সঙ্গে নেচেছেন খুশি মনে।
এক ছাদের নীচে বাস না-করলেও বা সতীনের সঙ্গে তেমন সদ্ভাব না-থাকলেও সলমার সন্তানদের তরফ থেকে কখনও অসম্মানিত হননি হেলেন। ষাট-সত্তরের দশকের রুপোলি পর্দার নামী খলনায়িকা এবং নর্তকী বরং সলমন থেকে সোহেল, প্রত্যেকের আদরের, সম্মানের। খান পরিবারের এই মিলমিশ উদাহরণ বলিউডে। তারই টুকরো ঝলক ভিডিয়ো আকারে প্রকাশ্যে আসতেই ভাইরাল। সলমা আর হেলেনের মুখেচোখে কোনও বিরক্তি বা অসূয়া নেই। বরং তাঁরা মনের সুখে পরস্পরের হাত ধরে নেচে চলেছেন! যা দেখে বলিউড বলছে, ‘ভাইজান’ অভিনীত ছবি ‘হাম সাথ সাথ হ্যায়’-এর যেন বাস্তব উদাহরণ এই দৃশ্য!
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy