Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪

সলমন-সাজিদের জুটিই থাকছে

সলমনের ‘ভারত’-ও এক সপ্তাহের মধ্যেই দেশের বক্স অফিসে ১৫০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে।

সাজিদ ও সলমন

সাজিদ ও সলমন

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১২ জুন ২০১৯ ০০:০১
Share: Save:

টাইগার, দব‌ংয়ের পরে সলমন খান অভিনীত ‘কিক’ও একটি ফ্র্যাঞ্চাইজ়ির রূপ পেতে চলেছে। ‘কিক’-এর পরিচালক ছিলেন সাজিদ নাদিয়াদওয়ালা। তিনি বলিউডের অন্যতম বড় মাপের প্রযোজক। জল্পনা ছিল, ‘কিক টু’-এর পরিচালক বদল হবে। সেই জল্পনাকে উড়িয়ে দিয়ে নাদিয়াদওয়ালা প্রযোজনা সংস্থার পক্ষ থেকে টুইটে জানিয়ে দেওয়া হয়েছে, নতুন ছবিতেও পরিচালক থাকছেন সাজিদ। সলমন-সাজিদের জুটির ম্যাজিক আগেও বক্স অফিসে বাজিমাত করেছে। তাই এই জুটির কোনও বদল হচ্ছে না। শোনা গিয়েছিল, নায়িকাও পরিবর্তন হবে। তবে আগের ছবির মতোই জ্যাকলিন ফার্নান্ডেজ়ই থাকছেন, তা-ও নিশ্চিত ভাবে জানিয়েছে প্রযোজনা সংস্থা।

পাশাপাশি সলমনের ‘ভারত’-ও এক সপ্তাহের মধ্যেই দেশের বক্স অফিসে ১৫০ কোটি টাকার ব্যবসা করে ফেলেছে। সমালোচকদের একাংশ ছবিটি নিয়ে বিরূপ প্রতিক্রিয়া দিয়েছেন। নিন্দুকেরা হামেশাই সলমনের ছবি নিয়ে ট্রোল-মিম বানায়। তবে পঞ্চাশোর্ধ্ব সলমনের স্টারডমে যে ভাটা পড়েনি, বক্স অফিস রিপোর্টই তার প্রমাণ। দু’টি সফল ফ্র্যাঞ্চাইজ়ির পরে তৃতীয় ফ্র্যাঞ্চাইজ়িও যে তাঁর আসছে, সেটাই বড় কথা!

অন্য বিষয়গুলি:

Celebrities Sajid Nadiadwala Salman Khan Bollywood
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy