একসঙ্গে কাজ করলেন আদিত্য এবং সইফ।
যশরাজ ফিল্মসের সঙ্গে সম্পর্কে ফাটল ধরেছিল দীর্ঘ দিন আগেই। তবে সময়ের সঙ্গে সরে গেল অভিমানের পরত। বলিউডের প্রথম সারির প্রযোজনা সংস্থার সঙ্গে ফের কাজ করলেন সইফ আলি খান। ‘বান্টি অউর বাবলি ২’ ছবিতে আবার বছর ১৩ পরে রানি মুখোপাধ্যায়ের বিপরীতে দেখা গেল ‘ছোটে নবাব’কে।
সইফ ফিরে আসায় বেজায় খুশি প্রযোজনা সংস্থার চেয়ারম্যান আদিত্য চোপড়া। পুরনো তিক্ততা ভুলে এগিয়ে যেতে চেয়েছিলেন তিনি। এক সাক্ষাৎকারে সইফও বলেন, “এক যুগের বেশি সময় যশরাজের সঙ্গে কাজ করিনি। তার অনেক কারণ ছিল। কিন্তু যশরাজ ফিল্মসের সঙ্গে আমার সম্পর্ক ঠিক করে নিতে চেয়েছিলাম। এই ছবি করতে রাজি হওয়ার পিছনে সেই ভাবনাও কাজ করেছিল।”
কারণ আছে আরও। চেনা ছকের বাইরে কাজ করার লোভ সামলাতে পারেননি সইফ। শহুরে চরিত্রের বাইরে গিয়ে অন্য কিছু করার খিদে এই ছবির দিকে আরও খানিক এগিয়ে দিয়েছিল তাঁকে। অভিনেতার কথায়, “মফস্সলের এক বাসিন্দার চরিত্র করতে চাইছিলাম। মন বলল, এই চরিত্রটা করা উচিত।”
বরফ গলল। রাজি হলেন সইফ। ‘লাইট-ক্যামেরা-অ্যাকশন’-এর হাঁকডাকে তার পরেই তাঁর রাকেশ ত্রিবেদী ওরফে বান্টি হয়ে ওঠা।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy