দীর্ঘ কেরিয়ার সইফ আলি খানের। শুরুর দিকে ‘চকোলেট হিরো’ তকমা ছিল তাঁর। কিন্তু যত বয়স বাড়ে, সইফের সাফল্যও বাড়তে থাকে। নিজেকে ভাঙতে থাকেন অভিনেতা। খল চরিত্রে নিজেকে সফল ভাবে পর্দায় প্রতিষ্ঠা করেন। শুরুটা হয় বিশাল ভরদ্বাজ পরিচালিত ‘ওমকারা’ ছবির মাধ্যমে। ‘ল্যাংরা ত্যাগী’র চরিত্রে সকলকে তাক লাগিয়ে দেন অভিনেতা। কিন্তু আক্ষেপ রয়ে গিয়েছে নগ্ন না হতে পারার।
আরও পড়ুন:
ছবির গুরুত্বপূর্ণ একটি দৃশ্যে সইফকে নগ্ন হওয়ার কথা বলেছিলেন পরিচালক বিশাল। এক সাক্ষাৎকারে সইফ নিজেই জানিয়েছলেন সে কথা। পরিচালক মনে করেছিলেন, সইফ নগ্ন হয়ে সংলাপ বললে দৃশ্যটির তাৎপর্য আরও স্পষ্ট হয়ে উঠবে। অভিনেতার কথা মাথায় রেখে পুরো দৃশ্যটি কম আলোয় পিছন থেকে শুটের কথা ভেবেছিলেন পরিচালক। কিন্তু নগ্ন হওয়ার প্রস্তাবে রাজি হননি সইফ। পাল্টা শর্ত রেখেছিলেন তিনি। বলেছিলেন, ‘‘শোনো, আমি নগ্ন হলে, তোমাকে (পরিচালক) আর চিত্র নির্দেশককে নগ্ন হতে হবে।’’ কিন্তু সইফের প্রস্তাবে রাজি হননি বিশালও। সইফের মুখের উপরেই সটান না বলেছিলেন তিনি। এর পর সইফও আর নগ্ন হয়ে ক্যামেরার সামনে আসেননি। কিন্তু পরবর্তী কালে সেই নিয়ে আক্ষেপ প্রকাশ করে সইফ বলেন, ‘‘আমি এখন যখন পিছনে ফিরে তাকাই মনে হয় আমার করা উচিত ছিল। এটা একটা নতুন ধরনের চিন্তা ছিল সেই সময়ে দাঁড়িয়ে।’’