সারা এবং সইফ।
ইন্ডাস্ট্রিতে বছর দু’য়েক পার করে ফেলেছেন সারা আলি খান। ঝুলিতে ছবির সংখ্যা আপাতত মোট তিনটি। খুব শীঘ্রই মুক্তি পাবে বরুণ ধবনের সঙ্গে চতুর্থ ছবি ‘কুলি নম্বর ১’। ইতিমধ্যেই এত কিছু করে ফেললেও বাবা সইফ আলি খানের কাছে কিন্তু এখনও সারা তাঁর ‘ছোট্ট মেয়ে’।
মুম্বইয়ের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই বললেন সইফ। ‘কুলি নম্বর ১’ প্রসঙ্গে সইফ জানালেন, সারাকে বড় পর্দায় দেখতে তাঁর বেশ ‘মজা’ লাগে। কারণ সারা তাঁর চোখে এখনও বড় হয়ে ওঠেননি। মেয়েকে এখনও তিনি ছোট বাচ্চাই মনে করেন। তাই তাঁকে পর্দায় অভিনয় করতে দেখে বাবা হিসাবে সইফের বেশ ভাল লাগে বলে জানিয়েছেন অভিনেতা নিজেই।
বড়দিনে মুক্তি পাচ্ছে সারা-বরুণের ‘কুলি নম্বর ১’। ১৯৯৫ সালে করিশ্মা কপূর এবং গোবিন্দ অভিনীত একই নামের ছবির রিমেক এটি। ছবি ঘিরে ইতিমধ্যেই বিতর্ক-নস্টালজিয়া-ভাল লাগা সব কিছু মিলেমিশে একটা পাঁচমিশালি আগ্রহ তৈরি হয়েছে দর্শকমহলে। কিন্তু খোদ নায়িকার বাবা তথা বলিউডে নব্বইয়ের দশকের অন্যতম নায়ক কী বলছেন এই ছবি নিয়ে?
আরও পড়ুন: ডেটিংয়ে আসতে দেরি, অভিমানী তৃণাকে কী ভাবে ভোলালেন নীল?
সইফ জানালেন, সারা নিজেই তাঁকে ছবির বেশ কয়েকটি গান দেখিয়েছেন। সেগুলি দেখে তাঁর মনে হয়েছে মেয়ে এই ছবিতে কাজ করতে পেরে বেশ উচ্ছ্বসিত।
মাদককাণ্ডে সারার নাম জড়ানোর পরেই সইফ দিল্লি উড়ে গিয়েছিলেন স্ত্রী করিনা এবং পুত্র তৈমুরকে নিয়ে। শোনা গিয়েছিল, মেয়ের দায়িত্ব ঝেড়ে ফেলে সব রকম ঝামেলা অশান্তি থেকে দূরে সরে গিয়েছেন সইফ। যদিও সারার সঙ্গে তাঁর এই মুহূর্তের সমীকরণ অন্য গল্প বলছে।
আরও পড়ুন: আমি যাই করি, যাই পরি, লোকে আমাকে ট্রোল করবেই: অনন্যা পাণ্ডে
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy