Advertisement
১২ ডিসেম্বর ২০২৪
RummyCircle

RummyCircle তাদের নতুন #BhorpurManoranjan ক্যাম্পেনের জন্য পাশে পেয়েছে সুপারস্টার প্রসেনজিৎকে

RummyCircle প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে তাদের পথ চলা শুরু করছে তাদের স্বতন্ত্র ক্যাম্পেন ও আগামী মাসগুলিতে ঘটতে চলা বিভিন্নরকম প্রচার দিয়ে।

বিজ্ঞাপন প্রতিবেদন
শেষ আপডেট: ২৫ জুলাই ২০১৯ ১৫:৫৮
Share: Save:

অন্যতম প্রধান রামি প্ল্যাটফর্ম RummyCircle ঘোষণা করেছে যে পশ্চিমবঙ্গের অভিনেতা ও মনোরঞ্জনের গুরু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় তাদের সারা ভারতের বাণিজ্যিক মুখপাত্র। ব্যাপকভাবে ছড়িয়ে পড়া হ্যাশট্যাগ #BhorpurManoranjan থাকা সম্পূর্ণ নতুন বিজ্ঞাপনে দেখা যাবে প্রসেনজিৎকে।

বিখ্যাত লোকেদের সঙ্গে হাত মেলানো হল ভারতের সেরা রামি প্ল্যাটফর্ম হওয়ার RummyCircle-এর অঙ্গীকারের অংশ। প্রসেনজিৎ, যিনি একজন বহু পরিচিত অভিনেতা ও তিনি যা করেন তাকেই মনোরঞ্জক করে তোলেন, এই ব্র্যান্ডের চরিত্রকে তিনি তুলে ধরতে পেরেছেন, যা কিনা খেলোয়াড়দের উৎসাহ বাড়াতে সাহায্য করে।

রামি: এক গুচ্ছ মনোরঞ্জন

রামি হল এমন একটি খেলা যাতে লাগে দক্ষতা, এর থেকে পাওয়া সুস্থ মাত্রায় চ্যালেঞ্জ, রোমাঞ্চ ও উত্তেজনা। এটি সাধারণ খেলার থেকে বেশি হলেও যে কোনও সময়ে যে কোনও জায়গা থেকে খেলা যায়। এর নতুন ক্যাম্পেনের মাধ্যমে এই ব্র্যান্ড রামিকে মজা ও মনোরঞ্জনের খেলা হিসাবে নিয়ে এসেছে। একদিকে যখন RPG অনলাইন খেলার দুনিয়ায় এক নতুন ঢেউ নিয়ে এসেছে, রামি নিয়ে এসেছে একদমই অনন্য একটি জিনিস। যদিও এটি প্রচলিত 13 তাসের রামি খেলা, এর কোনও দু’টি খেলাই সম্পূর্ণ এক নয়। এই খেলাতে ক্রম ও সেট বানাতে হয় ও যে খেলোয়াড় সঠিক ঘোষণা করেন, তিনিই জেতেন।

অন্য খেলার মতো রামি লেভেল নয় বরং খেলোয়াড়দের দক্ষতার ওপরে নির্ভরশীল। ভালো গণনা ও চটপটে চাল-এর সাহায্যে একজন খেলোয়াড় রামি খেলা জিততে পারেন। চ্যালেঞ্জ আসে আপনার উল্টোদিকের খেলোয়াড়ের থেকেও। এই খেলায় আপনি সেই মুহূর্তে উপস্থিত খেলোয়াড়দের সঙ্গে খেলেন ও খেলার ফলাফলের ক্ষেত্রে খেলোয়াড়দের দক্ষতার মাত্রারও ভালই ভূমিকা থাকে।

ক্যাম্পেন নিয়ে যে গুঞ্জন

ক্যাম্পেনে দেখা যায় যে প্রসেনজিৎ তাঁর মোবাইলে এক দান রামি খেলছেন। এমন একটি খেলা যা আপনি যে কোনও সময়ে যেখান থেকে খুশি খেলতে পারেন, ও এটা এতটাই স্মার্ট যে তা এরকম একজন স্টারেরও মনোযোগ আকর্ষণ করতে সক্ষম হয়েছে।

এই ব্র্যান্ড অনলাইন রামিকে আপনাদের সামনে নিয়ে আসছে একটি মজাদার খেলা হিসাবে। অনলাইন তাস খেলার ধারণাকে নিরাপদ ও আইনি করতে এটি অঙ্গীকারবদ্ধ। এই খেলার সম্পূর্ণ সম্ভাবনাকে ব্যবহার করতে ও আয়ত্ত্বে আনার জন্য শুধু প্র্যাকটিস করে যেতে হবে ও নিজের দক্ষতাকে বাড়াতে হবে। ভারতে রামি খেলা আইনি, এবং যে কেউই নগদ পুরস্কার জিততে পারেন। স্টারেরা RummyCircle-এর প্রচার করছেন, যার থেকে এই বার্তাই দেওয়া হচ্ছে যে এটি সম্পূর্ণ নিরাপদ, সুরক্ষিত ও এই খেলা খুবই আনন্দদায়ক।

এই ভিডিও ক্যাম্পেন ইতিমধ্যেই একাধিক চ্যানেলে প্রচুর দর্শক দেখে ফেলেছেন ও এই খেলা সম্বন্ধে খেলোয়াড়দের মানসিকতা পালটাচ্ছে। এই খেলা খেলে দেখার জন্য খেলোয়াড়েরা উৎসুক ও তাঁরা এটাও দেখতে চান যে তাঁরা কতটা দক্ষ। এই ব্র্যান্ডের মনোরঞ্জন, কৌশল ও দক্ষতার মূল্যবোধকে প্রসেনজিৎ একদম সঠিকভাবে তুলে ধরেন।

RummyCircle নিয়মিতভাবে নতুন নতুন টুর্নামেন্ট ও নগদ খেলার পাশাপাশি অফলাইন কর্মসূচির আয়োজন করেছে, যেখানে এই ব্র্যান্ড তার খেলোয়াড়দের এক জাঁকজমকের রাতের অভিজ্ঞতা উপহার দেয়। আজকের দিনে এটি ভারতের সবথেকে বড় রামি প্ল্যাটফর্ম, যার খেলোয়াড়ের সংখ্যা 1 কোটিরও বেশি। প্রযুক্তির অগ্রগতি ও আরও উন্নত ইউজার এক্সপেরিয়েন্স-এর সঙ্গে প্ল্যাটফর্মে আরও বেশি খেলোয়াড় আনতে পেরে RummyCircle খুবই উত্তেজিত।

মজা ও দক্ষতার হাতে হাত রেখে চলার ব্র্যান্ডের যে আদর্শ তার জন্য এই জোট একটি অসাধারণ মিলন। RummyCircle-এ পথ চলা শুরু করার জন্য আপনাকে শুধু অ্যানড্রয়েড বা iOS অ্যাপ থেকে এটি ডাউনলোড করতে হবে ও নিজেকে রেজিস্টার করতে হবে। আপনার জন্য অপেক্ষা করছে প্রচুর নতুন ও উত্তেজক টুর্নামেন্ট।

অন্য বিষয়গুলি:

RummyCircle online game Prosenjit Chatterjee
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy