আন্তর্জাতিক পুরুষ দিবস! সত্যিই? এ রকম একটা দিন যে পালিত হয়, সেটাই জানতাম না! আসলে নারী দিবস নিয়ে যতটা মাতামাতি হয়, পুরুষ দিবস নিয়ে একেবারেই তেমন শোরগোল দেখিনি। চেনা পরিচিত পরিসরে কাউকে এই দিনটা নিয়ে চর্চা করতেও দেখিনি তেমন।
অথচ নারী দিবসে কত কী হয়! সাড়া পড়ে যায় চার পাশে। অনেককেই দেখি দিনটা উদযাপন করছেন। উপহার দিচ্ছেন, পাচ্ছেনও।
কিন্তু সত্যিই কি এমন পুরুষ বা নারী হিসেবে একটা বাঁধাধরা দিনেই শুধু সম্মান করা বা কদর করা মানায়? সেই সম্মান বা কদর কি বছরের প্রতিটা দিনই তাঁদের প্রাপ্য নয়?
নারী বা পুরুষ দিবস নয়, তার চেয়ে বরং মানুষ দিবস উদযাপন হোক! আজ নয়, রোজ। সেটাই বেশি জরুরি।