Advertisement
০৫ নভেম্বর ২০২৪
Rooqma Ray

Rahul-Rooqma: সাতের দশকের ‘লালকুঠি’ ছোট পর্দায়! জুটি বেঁধে ফিরছেন রাহুল-রুকমা?

শাশুড়ি-বউমার দ্বন্দ্ব, একঘেয়ে ঘরোয়া গল্প সরিয়ে স্বাদবদলের পালা এখানেও। অতি জনপ্রিয় রহস্য-রোমাঞ্চ ঘরানা এ বার দানা বাঁধতে চলেছে ছোট পর্দাতেও

রাহুল-রুকমা

রাহুল-রুকমা

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২২ ১৩:৩৩
Share: Save:

সোমবার রাত থেকে এক মুঠো রহস্য ছড়িয়ে দিয়েছেন রুকমা রায়। লাল বেনারসী, গয়নায় সেজে ওঠা অভিনেত্রীকে ঘিরেই এই রহস্য। বিশাল ফাঁকা বাড়িতে তিনি একা। কোনও নিমন্ত্রণ রক্ষায় বেরোতে যাবেন, অঝোরে বৃষ্টি। রুকমা বন্দি নিঝুম পুরীতে। হঠাৎই কার ছায়া দেওয়ালে? চমকে উঠে পিছনে ফিরতেই সশব্দে দরজা বন্ধ। বন্দি অভিনেত্রী। আচমকা তাঁর পাশের দেওয়ালে এসে বিঁধল রক্তমাখা ছোরা। ‘‘কে গো...?’’ বলার আগেই ভয়ে গলার স্বর আটকে গিয়েছে তাঁর।

এই প্রচার ঝলক নতুন ধারাবাহিক ‘লালকুঠি’র। যা আসতে চলেছে জি বাংলায়। ঝলক দেখে স্পষ্ট, বড় পর্দা, সিরিজের অতি জনপ্রিয় রহস্য-রোমাঞ্চ ঘরানা এ বার দানা বাঁধতে চলেছে ছোট পর্দাতেও। শাশুড়ি-বউমার দ্বন্দ্ব, একঘেয়ে ঘরোয়া গল্প সরিয়ে স্বাদবদলের পালা এখানেও। একই সঙ্গে আরও একটি জিনিস মনে করিয়ে দিয়েছে। ১৯৭৮ সালের দ্বিভাষিক ছবি ‘লালকুঠি’র কথা। কনক মুখোপাধ্যায়ের পরিচালনায় হিন্দি এবং বাংলায় তৈরি হয়েছিল বিখ্যাত ছবিটি। যা আদতে ভৌতিক মনে হলেও শেষে দর্শকেরা জানতে পারবেন, পুরোটাই রহস্যকাহিনি!

ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন তনুজা সমর্থ, রঞ্জিত মল্লিক, ড্যানি ডেনজোংপা। ছবির গল্প হিট অভিনেতাদের তুখোড় অভিনয়ে। প্রতিটি গান হিট কিশোর কুমার, আশা ভোঁসলের সৌজন্যে। সেই ছবিই কি এ বার ছোট পর্দায় নতুন রূপে আসতে চলেছে? তনুজার চরিত্রেই কি দেখা যাবে রুকমাকে? আনন্দবাজার অনলাইন যোগাযোগ করেছিল ধারাবাহিক ‘দেশের মাটি’র ‘মাম্পি’র সঙ্গে। প্রচার ঝলক ঘিরে তৈরি হওয়া টানটান রহস্য একটুও ভাঙতে রাজি নন অভিনেত্রী। বক্তব্য, সবটাই ক্রমশ প্রকাশ্য। পরিচালক, প্রযোজক, অভিনেতাদের নাম, নতুন ধারাবাহিক নিয়ে সবিস্তার জানাবেন চ্যানেল কর্তৃপক্ষ। তবে টেলিপাড়ায় জোর গুঞ্জন, এই ধারাবাহিক দিয়েই নাকি ফের জুটি বেঁধে ফিরছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়-রুকমা।

টেলিপাড়ায় চাউর, নতুন ধারাবাহিক ‘লালকুঠি’র প্রযোজক সুরিন্দর ফিল্মস। সব ঠিক থাকলে ধারাবাহিক পরিচালনা করবেন 'মহাপীঠ তারাপীঠ'-খ্যাত পরিচালক শুভেন্দু চক্রবর্তী। 'রাজা-মাম্পি' ওরফে রাহুল-রুকমা ফিরছেন এমন খবর ছড়াতেই খুশি তাঁদের অনুরাগীরা। ধারাবাহিকের শ্যুট কবে থেকে শুরু? সব বিষয়েই আপাতত মুখে কুলুপ চ্যানেল কর্তৃপক্ষ, নিশপাল রানে এবং রুকমার। প্রচার ঝলকে ব্যবহৃত হয়েছে সন্ধ্যা মুখোপাধ্যায়ের গাওয়া জনপ্রিয় ‘ঘুম ঘুম চাঁদ’ গানটি। অনুরাগীদের ধারণা, সম্ভবত গানটি গেয়েছেন রুকমা নিজেই।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE