(বাঁ দিকে) শোলাঙ্কি রায়, রোহম ভট্টাচার্য (ডান দিকে)। ছবি: ফেসবুক।
প্রতিবাদ চলুক, তাল মিলিয়ে চলুক কাজও। আরজি কর-কাণ্ডের আন্দোলনের ধারা আপাতত এই ধারাতেই চলছে। ফলে, এমন আবহে শুটিং-ও চলছে। যেমন, সৃজিত রায়ের আগামী সিরিজ় ‘বিষহরি’। উত্তাল আবহের মধ্যেই পরিচালক সদ্য শুটিংয়ের কাজ শেষ করলেন। সেই খবর জানতে পেরেছে আনন্দবাজার অনলাইন। সিরিজ়ে প্রথম জুটি বেঁধে অভিনয় করলেন রোহন ভট্টাচার্য-শোলাঙ্কি রায়। সৃজিতের প্রথম সিরিজ় রহস্য-রোমাঞ্চে ঠাসা ‘বউমা ডিটেকটিভ’। এ বারে তিনি কোন ধারার গল্প দেখাতে চলেছেন?
আনন্দবাজার অনলাইন প্রশ্ন রেখেছিল সৃজিতের কাছে। তাঁর কথায়, “এখন রহস্য-রোমাঞ্চের গল্প দেখতেই বেশি পছন্দ করছেন দর্শক। তাই আবারও শৌভিক চক্রবর্তীর ‘বিষহরি’ উপন্যাসকে কেন্দ্রে রেখে এক পারিবারিক রহস্যের গল্প দেখাতে চলেছি।” পরিচালক না জানালেও খবর, পারিবারিক এক মনসা মূর্তিকে কেন্দ্র করে জমাট বাঁধবে রহস্য। স্বামী-স্ত্রী হিসেবে দেখা যাবে রোহন-শোলাঙ্কিকে। এ ছাড়াও রয়েছেন শঙ্কর চক্রবর্তী, ময়না মুখোপাধ্যায়, অনিমেষ ভাদুড়ি, কৌশিক রায় প্রমুখ। কলকাতার নানা জায়গায় শুটিং হয়েছে।
এমন পরিস্থিতিতে শুটিং করতে কোনও অসুবিধে হয়নি? পরিচালক জানিয়েছেন, সমস্যা হয়েছে। তবে, সকলে সহযোগিতা করায় কাজ থেমে থাকেনি। তা ছাড়া, নানা জায়গায় অগ্রিম বুকিং করা ছিল। অভিনেতাদেরও তারিখ দেওয়া ছিল। ফলে, শুটিং পিছোনোর কোনও উপায় ছিল না। সব ঠিক থাকলে হইচই প্ল্যাটফর্মে সিরিজ়টি মুক্তি পেতে পারে নভেম্বর মাসে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy