ছেলেকে নিয়ে বেড়াতে ভালবাসেন ঋত্বিক-অপরাজিতা।
পর্দায় নানা ভূমিকায় অবতীর্ণ। সফলও। ইন্ডাস্ট্রিতে এক দশকেরও বেশি সময় কাটিয়ে ঋত্বিক চক্রবর্তীর অভিনয় দক্ষতা নিয়ে প্রশ্নের অবকাশ নেই। কিন্তু ঋত্বিক বাবা হিসেবে কতটা সফল? কত নম্বরই বা দেবেন নিজেকে? শনিবার আনন্দবাজার অনলাইনের ‘অ-জানাকথা’ অনুষ্ঠানে এমনই সব প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন ‘বাকিটা ব্যক্তিগত’-র নায়ক।
আট বছরের পুত্র-সন্তানের বাবা ঋত্বিকের কথায়, “এই একটা বিষয়েই নিজেকে পুরো নম্বর দিতে চাই। পারব কি না জানি না। আমার মনে হয় তাতে অপরাজিতাও কোনও আপত্তি করবে না। আমার সঙ্গে একমত হবে।”
বেড়াতে ভালবাসেন ঋত্বিক এবং তাঁর স্ত্রী অভিনেত্রী অপরাজিতা ঘোষ দাস। শহর ছাড়েন ব্যস্ত রুটিনে সামান্য ফাঁক পেলেই। সঙ্গী হয় ছেলে। তবে করোনা পরিস্থিতিতে সেই ছবি বদলেছে। পেশার খাতিরে প্রাপ্তবয়স্করা বেরলেও খুদেরা বন্দি থেকেছে চার দেওয়ালের ঘেরাটোপে। এ প্রসঙ্গে ঋত্বিক বললেন, “আমার আর অপরাজিতার বেড়ানোর ব্যাপারে একটা আগ্রহ আছে। সময় পেলেই আমরা বেড়াতে যাই। আমাদের ছেলেও সঙ্গে যায়। ওর বয়স আট বছর। কিন্তু দুটো বছর ওকে বাড়িতে থাকতে হল। এই সময়টা সব কিছু শেখার জন্য গুরুত্বপূর্ণ। এটা সব শিশুর জন্যই একটা অস্বাভাবিক সময়। কিন্তু ওরা সেটা বুঝতেই পারল না। ওরা ভাবল এটাই স্বাভাবিক।”
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy