রহস্য-রোমাঞ্চের পাশাপাশি সম্পর্কের গল্পও বাংলা বিনোদনের প্রিয় বিষয়। কখনও প্রেম, কখনও রহস্য আর প্রেমের সহবাস একই ছবিতে। তার মধ্যেও প্রেমের পাল্লা কি একটু ভারী? টলিউড তাই বলছে।এক মুঠো প্রেমের ছবি ক্যামেরাবন্দি হচ্ছে। সদ্য মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায়ের ‘X=প্রেম’। রয়েছে উইনডোজের ‘বেলাশুরু’। এ ছাড়াও, ক্যামেরাবন্দি হচ্ছে বা হবে ‘শহরের উষ্ণতম দিনে’, ‘আর্চির গ্যালারি’, ‘রাতের শহর’। সেই তালিকায় নতুন সংযোজন পরিচালক আকাশ মালাকারের নতুন ছবি ‘প্রথমবারের প্রথম দেখা’। নয়ের দশকের ‘টিন এজ লভ’ ফিরছে ঋত্বিকা সেন, আর্য দাশগুপ্তের হাত ধরে। গানে গানে ফেরাচ্ছেন রূপঙ্কর বাগচিও।

এই প্রজন্মের প্রেমের গল্প নিয়ে আসছেন আর্য দাশগুপ্ত-ঋত্বিকা সেন।
বান্টি আর কুহু পড়শি। দু’জনের স্কুলও আলাদা। আর্থিক সচ্ছলতাও সমান নয়। এত পার্থক্যের মধ্যেও প্রেমে পড়ে তারা। যদিও এই প্রেম শুরুতে একতরফা। বান্টি প্রথম দেখাতেই ভালবেসে ফেলে কুহুকে। বেশ কিছু দিন কাটার পর কুহুকে সে জানায় সবটা। অবাক কুহু এক কথায় নাকচ করে দেয় বান্টিকে। কিন্তু আস্তে আস্তে ভাল লেগে যায় তারও। প্রেমের রঙিন দিনগুলো যখন চোখের পলকে উড়ে যাচ্ছে তখনই বজ্রপাত। কুহুর ধনী বাবা সব জেনে ‘ঢাল’ হয়ে দাঁড়ান। বান্টি-কুহু কি এক হতে পারবে?
আরও পড়ুন:
আরও পড়ুন:
জানা গল্প নতুন করে বুনেছেন বর্ণিতা বসু। চিত্রনাট্য, সংলাপে পিউ ভট্টাচার্য মুখোপাধ্যায়। গানের দায়িত্বে দেব এ ব্রত। তাঁর কথায়, সুরে গাইবেন রূপঙ্কর। ঋত্বিকা, আর্য ছাড়াও দেখা যাবে খরাজ মুখোপাধ্যায়, তুলিকা বসু, শান্তিলাল মুখোপাধ্যায়, পার্থসারথি চক্রবর্তী প্রমুখকে। প্রযোজনায় চন্দনকান্তি সরকার, সুশান্ত বিশ্বাস, তন্ময় লোধ (প্রয়াত)।
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ।