Advertisement
২৬ ডিসেম্বর ২০২৪
bollywood

স্বেচ্ছায় বিদায় বলিউডকে, রাজেশ-ডিম্পলের ছোট মেয়ে রিঙ্কি এখন প্রবাসী

‘স্টার কিড’দের পরিচিত জৌলুস থেকে অনেক দূরে ছিলেন তাঁরা। শ্যুটিং সেটেও মেয়েদের নিয়ে যাওয়া পছন্দ করতেন না রাজেশ এবং ডিম্পল। জানিয়েছেন রিঙ্কি।

নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০২০ ১০:৫৬
Share: Save:
০১ ১৭
পারিবারিক ধারা অনুসরণ করে তিনিও এসেছিলেন অভিনয়ে। প্রতিশ্রুতির ছাপ ছিল কাজে। কিন্তু বেশি দিন থাকলেন না ইন্ডাস্ট্রিতে। মা এবং দিদির মতো জনপ্রিয়তা ও খবরের বৃত্তের শরিক হতে চাননি রিঙ্কি খন্না।

পারিবারিক ধারা অনুসরণ করে তিনিও এসেছিলেন অভিনয়ে। প্রতিশ্রুতির ছাপ ছিল কাজে। কিন্তু বেশি দিন থাকলেন না ইন্ডাস্ট্রিতে। মা এবং দিদির মতো জনপ্রিয়তা ও খবরের বৃত্তের শরিক হতে চাননি রিঙ্কি খন্না।

০২ ১৭
রাজেশ খন্না এবং ডিম্পল কাপাডিয়ার ছোট মেয়ে রিঙ্কির জন্ম ১৯৭৭ সালের ২৭ জুলাই। তাঁর নাম রাখা হয়েছিল ‘রিঙ্কল’। পরে অভিনয়জীবন শুরু হওয়ার সময় তাঁর নতুন পরিচয় হয় ‘রিঙ্কি’। সেই নামই ব্যবহার করেছেন পরবর্তীতে।

রাজেশ খন্না এবং ডিম্পল কাপাডিয়ার ছোট মেয়ে রিঙ্কির জন্ম ১৯৭৭ সালের ২৭ জুলাই। তাঁর নাম রাখা হয়েছিল ‘রিঙ্কল’। পরে অভিনয়জীবন শুরু হওয়ার সময় তাঁর নতুন পরিচয় হয় ‘রিঙ্কি’। সেই নামই ব্যবহার করেছেন পরবর্তীতে।

০৩ ১৭
টুইঙ্কল এবং রিঙ্কি যখন খুব ছোট, সম্পর্ক ভেঙে যায় রাজেশ-ডিম্পলের। দুই মেয়েকে একাই বড় করেন সিঙ্গল পেরেন্ট ডিম্পল। পরে এক সাক্ষাৎকারে রিঙ্কি জানিয়েছিলেন, তাঁর শৈশব কেটেছে সাধারণ একজন বাচ্চার মতো করেই।

টুইঙ্কল এবং রিঙ্কি যখন খুব ছোট, সম্পর্ক ভেঙে যায় রাজেশ-ডিম্পলের। দুই মেয়েকে একাই বড় করেন সিঙ্গল পেরেন্ট ডিম্পল। পরে এক সাক্ষাৎকারে রিঙ্কি জানিয়েছিলেন, তাঁর শৈশব কেটেছে সাধারণ একজন বাচ্চার মতো করেই।

০৪ ১৭
‘স্টার কিড’দের পরিচিত জৌলুস থেকে অনেক দূরে ছিলেন তাঁরা। শ্যুটিং সেটেও মেয়েদের নিয়ে যাওয়া পছন্দ করতেন না রাজেশ এবং ডিম্পল। জানিয়েছেন রিঙ্কি।

‘স্টার কিড’দের পরিচিত জৌলুস থেকে অনেক দূরে ছিলেন তাঁরা। শ্যুটিং সেটেও মেয়েদের নিয়ে যাওয়া পছন্দ করতেন না রাজেশ এবং ডিম্পল। জানিয়েছেন রিঙ্কি।

০৫ ১৭
শৈশবে বেশ কিছু দিন হস্টেলে ছিলেন টুইঙ্কল-রিঙ্কি। তাঁদের ইচ্ছেতেই হস্টেলে পাঠানো হয়েছিল তাঁদের। কোনও এক সিনেমা দেখার পর দুই বোনের ইচ্ছে হয়েছিল হস্টেলে গিয়ে থাকবেন। সেই ইচ্ছে পূর্ণ করেছিলেন মা, ডিম্পল। হস্টেলজীবনের স্মৃতি ভুলতে পারেন না রিঙ্কি।

শৈশবে বেশ কিছু দিন হস্টেলে ছিলেন টুইঙ্কল-রিঙ্কি। তাঁদের ইচ্ছেতেই হস্টেলে পাঠানো হয়েছিল তাঁদের। কোনও এক সিনেমা দেখার পর দুই বোনের ইচ্ছে হয়েছিল হস্টেলে গিয়ে থাকবেন। সেই ইচ্ছে পূর্ণ করেছিলেন মা, ডিম্পল। হস্টেলজীবনের স্মৃতি ভুলতে পারেন না রিঙ্কি।

০৬ ১৭
তবে শুধুই বন্ধুদের সঙ্গে মিলে হই হট্টগোল বা দুষ্টুমি নয়। রিঙ্কি পড়াশোনায় ছিলেন খুবই সিরিয়াস। মেধাবী এই ছাত্রী পরীক্ষায় প্রথম স্থান পেতেন নিয়মিত।

তবে শুধুই বন্ধুদের সঙ্গে মিলে হই হট্টগোল বা দুষ্টুমি নয়। রিঙ্কি পড়াশোনায় ছিলেন খুবই সিরিয়াস। মেধাবী এই ছাত্রী পরীক্ষায় প্রথম স্থান পেতেন নিয়মিত।

০৭ ১৭
মাস কমিউনিকেশন নিয়ে পড়ার জন্য আমেরিকায় গিয়েছিলেন রিঙ্কি। ভেবেছিলেন ওখানেই চাকরি করবেন। ক্যামেরার সামনে নয়। তাঁর ইচ্ছে ছিল ক্যামেরার পিছনে কারিগর হওয়ার কেরিয়ার।

মাস কমিউনিকেশন নিয়ে পড়ার জন্য আমেরিকায় গিয়েছিলেন রিঙ্কি। ভেবেছিলেন ওখানেই চাকরি করবেন। ক্যামেরার সামনে নয়। তাঁর ইচ্ছে ছিল ক্যামেরার পিছনে কারিগর হওয়ার কেরিয়ার।

০৮ ১৭
৩ মাস নিউ ইয়র্কে চাকরিও করেন রিঙ্কি। তার পর দেশে ফিরে আসেন তিনি। এ বার আর ক্যামেরার পিছনে নয়, নায়িকা হিসেবেই বলিউডে পা রাখার সিদ্ধান্ত নেন। ওয়ার্কশপের পরে সুযোগ পান ছবিতে। ১৯৯৯ সালে তাঁকে প্রথম নায়িকা হিসেবে পায় বলিউড। রিঙ্কির প্রথম ছবি ‘প্যায়ার মেঁ কভি কভি’।

৩ মাস নিউ ইয়র্কে চাকরিও করেন রিঙ্কি। তার পর দেশে ফিরে আসেন তিনি। এ বার আর ক্যামেরার পিছনে নয়, নায়িকা হিসেবেই বলিউডে পা রাখার সিদ্ধান্ত নেন। ওয়ার্কশপের পরে সুযোগ পান ছবিতে। ১৯৯৯ সালে তাঁকে প্রথম নায়িকা হিসেবে পায় বলিউড। রিঙ্কির প্রথম ছবি ‘প্যায়ার মেঁ কভি কভি’।

০৯ ১৭
এর পর ‘জিস দেশ মেঁ গঙ্গা রেহতে হ্যায়’, ‘মুঝে কুছ কহেনা হ্যায়’, ‘ইয়ে হ্যায় জলওয়া’, ‘প্রাণ জায় পর শান না জায়ে’, ‘মুঝে কুছ কহেনা হ্যায়’, ‘ঝঙ্কার বিটস’, ‘চামেলি’ ছবিতে অভিনয় করেছেন তিনি। তামিল ছবি ‘মজুনু’তেও তিনি ছিলেন নায়িকা।

এর পর ‘জিস দেশ মেঁ গঙ্গা রেহতে হ্যায়’, ‘মুঝে কুছ কহেনা হ্যায়’, ‘ইয়ে হ্যায় জলওয়া’, ‘প্রাণ জায় পর শান না জায়ে’, ‘মুঝে কুছ কহেনা হ্যায়’, ‘ঝঙ্কার বিটস’, ‘চামেলি’ ছবিতে অভিনয় করেছেন তিনি। তামিল ছবি ‘মজুনু’তেও তিনি ছিলেন নায়িকা।

১০ ১৭
২০০৪ সালের ছবি ‘চামেলি’তেই শেষ বার অভিনয় করেন রিঙ্কি। এর পর কোনও ছবিতে তাঁকে দেখা যায়নি। ‘চামেলি’ মুক্তি পাওয়ার আগের বছরেই বিয়ে করে নেন রিঙ্কি। তাঁর স্বামী সমীর সরন পেশায় ব্যবসায়ী।

২০০৪ সালের ছবি ‘চামেলি’তেই শেষ বার অভিনয় করেন রিঙ্কি। এর পর কোনও ছবিতে তাঁকে দেখা যায়নি। ‘চামেলি’ মুক্তি পাওয়ার আগের বছরেই বিয়ে করে নেন রিঙ্কি। তাঁর স্বামী সমীর সরন পেশায় ব্যবসায়ী।

১১ ১৭
বিয়ের কিছু বছর পরে স্বামী সমীর এবং মেয়ে নাওমিকার সঙ্গে ইংল্যান্ডে চলে যান রিঙ্কি। স্বামী, মেয়ে নাওমিকা এবং ছেলেকে নিয়ে এখন লন্ডনে নিজের সংসারে ব্যস্ত রিঙ্কি।

বিয়ের কিছু বছর পরে স্বামী সমীর এবং মেয়ে নাওমিকার সঙ্গে ইংল্যান্ডে চলে যান রিঙ্কি। স্বামী, মেয়ে নাওমিকা এবং ছেলেকে নিয়ে এখন লন্ডনে নিজের সংসারে ব্যস্ত রিঙ্কি।

১২ ১৭
মা এবং দিদির সঙ্গে তাঁর সম্পর্ক খুবই ভাল। কিন্তু প্রকাশ্য অনুষ্ঠানে ডিম্পল এবং টুইঙ্কলের সঙ্গে তাঁকে কমই দেখা যায়। বরং, মাসি টুইঙ্কলের সঙ্গে নাওমিকাকে অনেক বেশি দেখা যায় বিভিন্ন জায়গায়।

মা এবং দিদির সঙ্গে তাঁর সম্পর্ক খুবই ভাল। কিন্তু প্রকাশ্য অনুষ্ঠানে ডিম্পল এবং টুইঙ্কলের সঙ্গে তাঁকে কমই দেখা যায়। বরং, মাসি টুইঙ্কলের সঙ্গে নাওমিকাকে অনেক বেশি দেখা যায় বিভিন্ন জায়গায়।

১৩ ১৭
জীবনে মায়ের প্রভাব থেকে তিনি বেরিয়ে আসতে পারেননি, জানিয়েছেন রিঙ্কি। মায়ের মতো তিনিও দৃঢ় এবং স্বাধীনচেতা। কোনও দিন তাঁদের দুই বোনের উপর জোর করে কিছু চাপিয়ে দেননি ডিম্পল। জানিয়েছেন, রিঙ্কি।

জীবনে মায়ের প্রভাব থেকে তিনি বেরিয়ে আসতে পারেননি, জানিয়েছেন রিঙ্কি। মায়ের মতো তিনিও দৃঢ় এবং স্বাধীনচেতা। কোনও দিন তাঁদের দুই বোনের উপর জোর করে কিছু চাপিয়ে দেননি ডিম্পল। জানিয়েছেন, রিঙ্কি।

১৪ ১৭
দুই মেয়েকে তাঁদের ইচ্ছেমতো চলার স্বাধীনতা দিয়েছিলেন ডিম্পল। বলতেন নিজেদের ভুল থেকে শেখার। বাবা রাজেশ খন্নার প্রভাবও আছে তাঁর ব্যক্তিত্বে। মা, বাবার বিচ্ছেদ হয়ে গেলেও রাজেশের সঙ্গে তাঁর বন্ধুর মতো সম্পর্ক ছিল বলে জানিয়েছেন রিঙ্কি।

দুই মেয়েকে তাঁদের ইচ্ছেমতো চলার স্বাধীনতা দিয়েছিলেন ডিম্পল। বলতেন নিজেদের ভুল থেকে শেখার। বাবা রাজেশ খন্নার প্রভাবও আছে তাঁর ব্যক্তিত্বে। মা, বাবার বিচ্ছেদ হয়ে গেলেও রাজেশের সঙ্গে তাঁর বন্ধুর মতো সম্পর্ক ছিল বলে জানিয়েছেন রিঙ্কি।

১৫ ১৭
রাজেশ খুব দ্রুত সিদ্ধান্ত নিতেন। রিঙ্কিও নাকি বাবার মতোই যে কোনও বিষয়ে খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে ফেলেন। ছোটবেলায় বাবার সঙ্গে নির্বাচনী প্রচারে যাওয়ার কথাও দিব্যি মনে আছে তাঁর।

রাজেশ খুব দ্রুত সিদ্ধান্ত নিতেন। রিঙ্কিও নাকি বাবার মতোই যে কোনও বিষয়ে খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে ফেলেন। ছোটবেলায় বাবার সঙ্গে নির্বাচনী প্রচারে যাওয়ার কথাও দিব্যি মনে আছে তাঁর।

১৬ ১৭
তাঁর নায়িকা হওয়ার সিদ্ধান্তে প্রাথমিক ভাবে আপত্তি ছিল বাবা মা দু’জনেরই। জানিয়েছেন রিঙ্কি। তবে পরবর্তী সময়ে রিঙ্কিকে তাঁর কেরিয়ারে উৎসাহই দিয়েছেন। কিন্তু একটা সময়ের পরে রিঙ্কিই ঠিক করেন এ বার লাইট ক্যামেরা সাউন্ডের দুনিয়াকে বিদায় জানানোর সময় এসেছে।

তাঁর নায়িকা হওয়ার সিদ্ধান্তে প্রাথমিক ভাবে আপত্তি ছিল বাবা মা দু’জনেরই। জানিয়েছেন রিঙ্কি। তবে পরবর্তী সময়ে রিঙ্কিকে তাঁর কেরিয়ারে উৎসাহই দিয়েছেন। কিন্তু একটা সময়ের পরে রিঙ্কিই ঠিক করেন এ বার লাইট ক্যামেরা সাউন্ডের দুনিয়াকে বিদায় জানানোর সময় এসেছে।

১৭ ১৭
ব্যক্তিগত জীবনকেও আড়ালেই রাখতে ভালবাসেন তিনি। সোশ্যাল মিডিয়াতেও বিশেষ সক্রিয় নন। প্রচারের আলো থেকে দূরে নিভৃতে থাকাই পছন্দ অতীতে গোবিন্দ, সলমন, ডিনো মোরিয়ার অনস্ক্রিন এই নায়িকার।

ব্যক্তিগত জীবনকেও আড়ালেই রাখতে ভালবাসেন তিনি। সোশ্যাল মিডিয়াতেও বিশেষ সক্রিয় নন। প্রচারের আলো থেকে দূরে নিভৃতে থাকাই পছন্দ অতীতে গোবিন্দ, সলমন, ডিনো মোরিয়ার অনস্ক্রিন এই নায়িকার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy