Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Gourav Chakraborty

Gaurav-Ridhima: ঠোঁটে ঠোঁটে উষ্ণতা পেল ভালবাসা! গৌরব-ঋদ্ধিমার ১১ বছরের প্রেমের সাক্ষী নতুন সকাল

গৌরব-ঋদ্ধিমার প্রেম টলিউডে ‘উদাহরণ’, সম্পর্ক ভাঙার মাঝেই তাঁরা গড়ার গল্প শুনিয়েছেন

গৌরব চক্রবর্তী এবং ঋদ্ধিমা ঘোষ।

গৌরব চক্রবর্তী এবং ঋদ্ধিমা ঘোষ।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২১ ১৩:৪৭
Share: Save:

১১ বছর হাতে হাত রাখা সহজ নয়! সহজ নয় নাগাড়ে ভালবেসে এক সঙ্গে পথ চলা। গৌরব চক্রবর্তী-ঋদ্ধিমা ঘোষের যদিও প্রেমে পড়ায় বারণ নেই। বুধবার, তাঁদের একসঙ্গে পথ চলা পা দিল ১১ বছরে। নতুন সকাল, ভোরের সূর্য সাক্ষী। ঠোঁটে ঠোঁট রেখে আরও এক বার তাঁরা ভালবাসা উদযাপন করলেন খোলা আকাশের নীচে।

টলিউডে সম্পর্ক ভাঙা-গড়ার নিত্য চর্চার মধ্যে গৌরব-ঋদ্ধিমার প্রেম তাই নজির গড়েছে নিজের মতো। ভাঙার মাঝেই গড়ার গল্প শুনিয়ে চলেছেন তাঁরা। প্রেম থেকে দাম্পত্য--- একই রকম রয়ে গিয়েছেন এই তারকা জুটি।

সেই কথা ঋদ্ধিমা মনে করিয়ে দিয়েছেন গৌরবকে। লিখেছেন, ‘পাঁচমিশালি জীবনের রং-রূপ আরও গাঢ় ভালবাসার উত্তাপে! জীবন তাই আমার কাছে যেন রূপকথা। আমি ভাগ্যবান, তোমায় জীবনসঙ্গী হিসেবে পেয়েছি। এ ভাবেই চলতে থাকুক আমাদের পথচলা।‘

গত বছর তাঁরা ছিলেন নৈনিতালে। তাপমাত্রা হিমাঙ্কের আশপাশে। সেখানেই বিবাহবার্ষিকী আর সম্পর্কের উদযাপনে ছড়িয়ে গিয়েছিল ভরপুর উষ্ণতা। প্রতি বছরই বিবাহবার্ষিকী কাটে দেশ-বিদেশের কোনও না কোনও দর্শনীয় স্থানে। এ বছরও কি হারিয়ে গিয়েছেন অন্য কোথাও, অন্য কোনও খানে? জানা যায়নি। কারণ, দু’জনেরই ফোন বন্ধ।

আনন্দবাজার অনলাইনের অ্যালবাম বলছে, আজীবনের মতো বাঁধা পড়ার অপেক্ষা ছিলেন গৌরব-ঋদ্ধিমা। দীর্ঘ সাত বছর সম্পর্কের পরে সাত পাক ঘোরেন অভিনেতা জুটি। এক সপ্তাহ জুড়ে চলেছিল বিয়ের হরেক অনুষ্ঠান। আশীর্বাদ, সঙ্গীত, গায়ে হলুদ শেষে শহরের এক মলের ব্যাঙ্কোয়েটে বসেছিল বিয়ের আসর। ঋদ্ধিমা সেজেছিলেন সোনালি বুটি ছড়ানো গাঢ় লাল বেনারসিতে। আর ডিজাইনার ধুতি-পাঞ্জাবিতে গৌরব যাকে বলে সুপুরুষ বর!

অন্য বিষয়গুলি:

Gourav Chakraborty Love Relationship Riddhima Ghosh
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy