Advertisement
E-Paper

ইন্দ্রাণীর সঙ্গে একই জেলে রিয়া

রিয়া ছাড়া এনসিবি-র গ্রেফতার করা আরও পাঁচ জনকেও ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।

বাইকুল্লা জেলের পথে রিয়া চক্রবর্তী। বুধবার। পিটিআই

বাইকুল্লা জেলের পথে রিয়া চক্রবর্তী। বুধবার। পিটিআই

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২০ ০৪:২০
Share
Save

ফের জামিনের আবেদন করলেন প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের বান্ধবী রিয়া চক্রবর্তী। আগামী কাল সেই আবেদনের শুনানি হবে।

সুশান্তকে মাদকের জোগান দেওয়ার অভিযোগে গতকাল রিয়াকে গ্রেফতার করেছে নারকোটিক্স কন্ট্রোল বুরো (এনসিবি)। কালই এক বার জামিনের আবেদন করেছিলেন রিয়ার আইনজীবী সতীশ মানশিন্ডে। সেই আবেদন খারিজ করে ২২ সেপ্টেম্বর পর্যন্ত তাঁকে ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠান দায়রা আদালতের বিচারক। আজকে রিয়াকে ফের ‘নির্দোষ’ দাবি করে জামিনের আবেদন করেন মানশিন্ডে। আবেদনে বলা হয়েছে, ‘‘রিয়া কোনও অপরাধ করেননি। তাঁকে মিথ্যা ফাঁসানো হয়েছে।’’

গত কাল রাতটা দক্ষিণ মুম্বইয়ে এনসিবি-র দফতরেই ছিলেন রিয়া। আজ সকাল সওয়া দশটা নাগাদ সেখান থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় বাইকুল্লা জেলে। মুম্বইয়ের এটিই একমাত্র মহিলাদের জন্য জেল। এই জেলেই রয়েছেন শিনা বরা হত্যাকাণ্ডে অভিযুক্ত ইন্দ্রানী মুখোপাধ্যায় ও ভীমা-কোরেগাঁও মামলার অন্যতম অভিযুক্ত সমাজকর্মী সুধা ভরদ্বাজ।

আরও পডুন: উদ্ধব, কাল তোর অহঙ্কার ভাঙবে: কঙ্গনা বেলাগাম

রিয়া ছাড়া এনসিবি-র গ্রেফতার করা আরও পাঁচ জনকেও ১৪ দিনের বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। এই পাঁচ জন হলেন রিয়ার ভাই শৌভিক চক্রবর্তী, সুশান্তের ম্যানেজার স্যামুয়েল মিরান্ডা, অভিনেতার পরিচারক দীপেশ সবন্ত এবং দুই অভিযুক্ত মাদক পাচারকারী জ়াইদ ভিলাত্রা ও আব্দেল বসিত পরিহার। শৌভিক, স্যামুয়েল ও দীপেশের বিরুদ্ধেও মাদক জোগাড় ও সুশান্তকে মাদক জোগান দেওয়ার অভিযোগ আনা হয়েছে। সরকারি কৌঁসুলি অতুল সরপাণ্ডে জানিয়েছেন, জামিনের জন্য শৌভিক ও দীপেশও আবেদন জানিয়েছেন। আগামী কাল তাঁদের আর্জিরও শুনানি হবে।

Rhea Mukherjee Indrani Mukherjee Byculla Jail NCB

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}