গ্রাফিক- শৌভিক দেবনাথ।
সোমবারও ডিআরডিও গেস্ট হাউসে ডাক পড়ল সুশান্ত সিংহ রাজপুতের পাচক নীরজ এবং সুশান্তের বন্ধু সিদ্ধার্থ পিঠানির। এই নিয়ে নীরজকে চার বার এবং সিদ্ধার্থকে তিন বার ডেকে পাঠাল গোয়েন্দা সংস্থা। সূত্রের খবর, দু’জনের বয়ানে অমিল মেলায় সোমবার মুখোমুখি বসিয়ে জেরা করা হয় তাঁদের। শুধু নীরজ এবং সিদ্ধার্থই নয়, সিবিআই আজ সুশান্তের হিসাব রক্ষক রজত এবং আর এক পরিচারক কেশবকেও জিজ্ঞাসবাদ করে। একটি সূত্র বলছে সিদ্ধার্থকে আজ টানা এগারো ঘণ্টা ধরে জেরা করে কেন্দ্রীয় গোয়েন্দা দলটি।
সিবিআইয়ের একটি দল যখন সিদ্ধার্থ এবং নীরজের বয়ান রেকর্ডে ব্যস্ত তখন আর একটি দল মুম্বইয়ের আন্ধেরি ইস্ট-এর ‘ওয়াটার স্টোন’ হোটেলে যায়। গত বছর নভেম্বরের শেষ দিকে ‘স্পিরিচুয়াল হিলিং’ (আধ্যাত্মিক ভাবে মুক্তিলাভ)–এর জন্য সুশান্তকে এই হোটেলে নিয়ে এসেছিলেন রিয়া। রবিবারেও সেই হোটেলে যায় তদন্তকারী দলটি। কিন্তু ছুটির দিন বলে কাউকে পাওয়া যায়নি। সিবিআই সূত্রে খবর, সুশান্ত-রিয়া কোন ঘর বুক করেছিলেন? সুশান্তের আচরণ কেমন ছিল সে সময়,সুশান্তকে ‘আধ্যাত্মিক মুক্তি’ দিতে কারা আসতেন, তান্ত্রিক না পুরোহিত, কার নির্দেশে তাঁরা হোটেলে আসতেন— নানা বিষয়ে হোটেলের ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সিবিআই। প্রয়োজনে সুশান্তের ‘স্পিরিচুয়াল হিলিং’-এর জন্য যে সব ব্যক্তিকে ডাকা হত তাঁদেরকেও জেরা করবে গোয়েন্দা সংস্থা।
আরও পড়ুন- সুশান্তের বন্ধু সিদ্ধার্থ ও পরিচারক নীরজের বয়ানে ফারাক, ফের জেরা সিবিআইয়ের
আরও পড়ুন- অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি মহেশ ভট্ট? সোশ্যাল মিডিয়া তোলপাড়
Mumbai: Sushant Singh Rajput's friend Siddharth Pithani arrives at DRDO guest house, where CBI team investigating the actor's death case, is staying#Maharashtra pic.twitter.com/69kfSPqhyy
— ANI (@ANI) August 24, 2020
পাশাপাশি সিবিআই-এর আর একটি দল আজ মুম্বইয়ের কুপার হাসপাতালে যায়। এই হাসপাতালেই সুশান্তের মরদেহের ময়নাতদন্ত হয়েছিল। সেখানে চিকিৎসকদের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলে গোয়েন্দা সংস্থাটি।
সোমবার সকালে একাধিক সংবাদমাধ্যম দাবি করে, সুশান্ত কাণ্ডে প্রধান অভিযুক্ত রিয়াকে ইতিমধ্যেই সমন পাঠিয়েছে সিবিআই। খুব শীঘ্রই জেরা করা হবে তাঁকে। যদিও রিয়ার আইনজীবী সতিশ মানশিন্দে সংবাদ সংস্থা এএনআইকে জানান, সিবিআইয়ের তরফে এখনও পর্যন্ত কোনও সমন জারি করা হয়নি। ডাকলেই রিয়া সিবিআইয়ের সামনে উপস্থিত হবেন বলেও জানিয়েছেন সতীশ।
Rhea Chakraborty and her family have not received any summons from the Central Bureau of Investigation, so far. If they receive a summon, they will appear before the agency: Satish Maneshinde, lawyer of actor Rhea Chakraborty#SushantSinghRajput
— ANI (@ANI) August 24, 2020
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy