Advertisement
১৩ নভেম্বর ২০২৪
Aishwarya Rai Bachchan

‘ওর জন্য বাঘিনী হয়ে লড়তেও প্রস্তুত’, কেন ঐশ্বর্যার জন্য এই মন্তব্য করেন রেখা?

নিন্দকেরাও বচ্চন বধূকে এই তকমা দিয়েই খোঁচা দিয়েছে একটা সময়। তবে তাদের মুখ বন্ধ করেছিলেন রেখা।

Rekha defended Aishwarya Rai Bachchan when she was called plastic

ঐশ্বর্যা রাই বচ্চনকে সমর্থন করেছিলেন রেখা। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ১০ নভেম্বর ২০২৪ ১৯:২৮
Share: Save:

ঐশ্বর্যা রাই বচ্চনের সৌন্দর্য নাকি কৃত্রিম। কর্ণ জোহরের অনুষ্ঠানে ঐশ্বর্যাকে ‘প্লাস্টিক’ বলে কটাক্ষ করেছিলেন ইমরান হাশমি। নিন্দকেরাও বচ্চন বধূকে এই তকমা দিয়েই খোঁচা দিয়েছে একটা সময়। তবে তাদের মুখ বন্ধ করেছিলেন রেখা। ঐশ্বর্যার পাশে দাঁড়িয়েছিলেন অভিনেত্রী। দাবি করেছিলেন, ভারতে মডেলদের মধ্যে সবচেয়ে সুন্দর হলেন ঐশ্বর্যা।

রেখা সংবাদমাধ্যমের কাছে বলেছিলেন, “মডেলদের মধ্যে আমার সবচেয়ে পছন্দ ঐশ্বর্যাকে। ওই সবচেয়ে সেরা। যারা ওকে ‘প্লাস্টিক’ বলে, আমি তাদের সমর্থন করি না। ওর অভিব্যক্তি খুবই স্বতঃস্ফূর্ত।” ঐশ্বর্যার জন্য লড়তেও রাজি বলেছিলেন রেখা। তিনি বলেছিলেন, “আমি বাঘিনীর মতো ওর হয়ে লড়ব। ওর জন্য অনেক ভালবাসা।”

১৯৮১ সালে ‘উমরাও জান’ ছবিতে অভিনয় করেছিলেন রেখা। পরে ঐশ্বর্যাকেও দেখা যায় এই একই চরিত্রে। দক্ষিণ ভারতের হয়েও ঐশ্বর্যার মুখে উর্দু সংলাপ শুনে মুগ্ধ হয়েছিলেন বর্ষীয়ান অভিনেত্রী। তবে তিনি চেয়েছিলেন, ঐশ্বর্যা যেন ভারতেই থেকে অভিনয়টা চালিয়ে নিয়ে যান। রেখা বলেছিলেন, “ও কতটা দক্ষ নিজের বোঝা উচিত। নিজেকে প্রমাণ করতে ওর হলিউডে যাওয়ার কোনও প্রয়োজন নেই। ওরা কারা, যারা দেশের বাইরে থেকে ঐশ্বর্যার প্রতিভা নিয়ে নিতে চাইছেন? ঐশ্বর্যা আমাদের সম্পত্তি। ঐশ্বর্যাকে যথাযোগ্য মর্যাদা দেওয়া উচিত আমাদের।”

কিছু দিন আগেই অনন্ত অম্বানী ও রাধিকা মার্চেন্টের বিয়েতে নিমন্ত্রিত ছিল গোটা বচ্চন পরিবার। দেখা গিয়েছিল, অভিষেক নিজের পরিবার নিয়ে প্রবেশ করছেন ঠিকই। কিন্তু নেই ঐশ্বর্যা ও আরাধ্যা। অনেকটা পরে আসেন ঐশ্বর্যা ও আরাধ্যা। এসে আগেই দেখা করেন রেখার সঙ্গে। ঐশ্বর্যাকে দেখেই জড়িয়ে ধরেছিলেন বর্ষীয়ান অভিনেত্রী। সেই ক্যামেরাবন্দি মুহূর্ত ভাইরাল হয় নেটপাড়ায়।

অন্য বিষয়গুলি:

Aishwarya Rai Bachchan Rekha
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE