Advertisement
E-Paper

রমজ়ান মাসে প্রকাশ্যে মদ্যপান! কটাক্ষের শিকার রাজ়া মুরাদ, সত্য কী? প্রকাশ্যে আনলেন অভিনেতা

রমজ়ান মাসে রাজ়া মুরাদকে প্রকাশ্যে মদ্যপান করতে দেখা গিয়েছে। তার পরেই বিতর্কের সূত্রপাত। অভিনেতা তাঁর মতামত জানিয়েছেন।

Raza Murad reacts to viral video of drinking after facing backlash

(বাঁ দিকে) রাজ়া মুরাদ। ভিডিয়োয় অভিনেতাকে দেখে বিতর্ক দানা বেঁধেছে। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ মার্চ ২০২৫ ১৭:৪৫
Share
Save

বিপাকে বর্ষীয়ান বলিউড অভিনেতা রাজ়া মুরাদ। রমজ়ান মাস চলছে। তার মধ্যেই অভিনেতাকে নিয়ে বিতর্ক দানা বেঁধেছে। সমাজমাধ্যমে একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। সেই ভিডিয়োয় অভিনেতার হাতে মদের গ্লাস দেখা গিয়েছে। তার পরেই নেটাগরিকদের একাংশ তাঁর বিরুদ্ধে সমাজমাধ্যমে তোপ দেগেছেন।

যে ভিডিয়ো ছড়িয়েছে, সেখানে দেখা যাচ্ছে একটি পার্টিতে কয়েক জনের সঙ্গে মদের গ্লাস হাতে নিয়ে আনন্দ করতে ব্যস্ত রাজ়া। নেটাগরিকদের একাংশের মতে, পবিত্র রমজ়ান মাসে মদ্যপান করে ভুল বার্তা ছড়িয়ে দিয়েছেন রাজ়া। এক জন লেখেন, ‘‘এ রকম একটা কাজ তিনি কেন করলেন, বুঝতে পারছি না।’’ অন্য এক নেটাগরিকের মন্তব্য, ‘‘তিনি যে অপরাধ করেছেন, তা নিয়ে কোনও দ্বিমত নেই।’’ কয়েক জনের অনুমান, ভিডিয়োটি অভিনেতার জন্মদিন উদ্‌যাপনের।

সমালোচনা ধেয়ে আসতেই প্রকাশ্যে নিজের মতামত স্পষ্ট করেছেন রাজ়া। ভাইরাল ভিডিয়োটির নীচে মন্তব্যবাক্সে নিজের মতামত জানিয়েছেন তিনি। রাজ়া জানিয়েছেন, ভিডিয়োটি একটি শুটিংয়ের অংশ। সেখানে তাঁর অভিনীত চরিত্রটির জন্মদিনের পার্টির দৃশ্যগ্রহণের সময় তোলা হয়েছে। রাজ়া লেখেন, ‘‘পুরো বিষয়টা না জেনেই আপনারা ধরে নিলেন আমি জন্মদিন উদ্‌যাপন করছি! আমার জন্মদিন নভেম্বর মাসে।’’ এরই সঙ্গে তিনি লেখেন, ‘‘আপনারা কী ভাবে ধরে নিলেন যে, আমি রমজ়ান মাসে প্রকাশ্যে মদ্যপান করছি!’’

ভিডিয়োটি সমাজমাধ্যমে পোস্ট করেন অভিনেতা তথা রাজ়ার বন্ধু কিরণ কুমার। তিনিও এই ছবিতে অভিনয় করেছেন। তিনি ক্যাপশনে লেখেন, ‘‘বন্ধুরা যতটা পুরনো হয়, বন্ধুত্বও ততটাই পুরনো হয়।’’ রাজ়া মুরাদ বলিউডে চার দশকেরও বেশি সময় ধরে অভিনয় করছেন। সম্প্রতি অভিনেতাকে ‘পদ্মাবত’ এবং ‘বাজিরাও মস্তানি’র মতো ছবিতে দেখেছেন দর্শক।

Raza Murad Bollywood Actor Controversy
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy