Advertisement
E-Paper

দীর্ঘ দিনের প্রেমের পরে ঘটা করে বিয়ে, এখনও রণবীরকে কড়া শাসনে রাখেন দীপিকা!

২০১২ সাল থেকে প্রেম। বছর ছয়েক প্রেমের পরে ২০১৮ সালে ইটালিতে গাঁটছড়া বাঁধেন রণবীর সিংহ ও দীপিকা পাড়ুকোন।

Ranveer Singh and Deepika Padukone.

রণবীর সিংহ ও দীপিকা পাড়ুকোন। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০২৩ ১৮:৪০
Share
Save

২০১২ সাল থেকে প্রেম। বছর ছয়েক প্রেমের পরে ২০১৮ সালে ইটালিতে আত্মীয়-পরিজন ও কাছের বন্ধুদের সান্নিধ্যে গাঁটছড়া বাঁধেন বলিউড অভিনেতা রণবীর সিংহ ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি রণবীর ও দীপিকা। চলতি বছরে পাঁচে পা দিতে চলেছে তাঁদের দাম্পত্যজীবন। আপাতদৃষ্টিতে সুখী সংসার রণবীর ও দীপিকার। তবে সম্পর্কের এত বছর পরেও নাকি রণবীরকে কড়া শাসনে রাখেন দীপিকা।

সম্প্রতি কর্ণ জোহরের টক শো ‘কফি উইথ কর্ণ’-এ একসঙ্গে হাজির হয়েছিলেন দীপিকা ও রণবীর। ‘কফি উইথ কর্ণ’-এর সাদা-কালো সেটে কালো পোশাকে উপস্থিত হয়েছিলেন বলিউডের অন্যতম জনপ্রিয় জুটি। এক দশকের সম্পর্ক হলেও প্রেমের খামতি নেই তাঁদের মধ্যে। তবে রণবীরকে নাকি এখনও দীপিকার কথা শুনেই চলতে হয় বাড়িতে। ঠিক কেমন এই শাসন? যে কোনও ছবির চরিত্রে অভিনয় করার আগে সেই চরিত্রের জন্য নতুন লুক তৈরি করেন রণবীর। ‘বাজিরাও মস্তানি’র জন্য তেমন চুলের ছাঁট বদলে ফেলেছিলেন তিনি। আবার ‘পদ্মাবত’ ছবিতে নিজের চরিত্রের জন্য চোখের তলায় গাঢ় করে কাজল পরতেন অভিনেতা। রণবীরের এই অভ্যাস নিয়েই নাকি কড়া দীপিকা। রণবীর বলেন, ‘‘আমি এক এক দিন এক এক চেহারা নিয়ে বাড়ি ফিরি, আর দীপিকা অবাক হয়ে যায়। ও আমাকে চিনতেই পারে না। এই ধাঁধা থেকে বেরোতে তাই কিছু নিয়ম তৈরি করেছে দীপিকা, যেগুলো আমাকে মেনে চলতে হয়। যেমন আমি যদি নতুন কোনও চরিত্রে কাজ করা শুরু করি, তা হলে ওকে যেন আগে থেকে আমার লুক সম্পর্কে জানিয়ে রাখি। না হলেই সেরেছে!’’

‘কফি উইথ কর্ণ’-এর আড্ডায় এসে নিজেদের দাম্পত্য জীবনের বিষয়ে একাধিক বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেছেন দীপিকা ও রণবীর। মানসিক স্বাস্থ্য থেকে একে অপরের পরিবারের সঙ্গে সম্পর্ক, সব নিয়েই অকপট বলিউডের প্রিয় ‘দীপবীর’ জুটি।

Bollywood Couple Ranveer Singh Deepika Padukone Koffee With Karan Karan Johar

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy