রণবীর ও হার্দিকের সেই সেলফি। ছবি রণবীরের টুইটার হ্যান্ডেল থেকে সংগৃহীত।
ভারতের প্রথম বিশ্বকাপ জয় নিয়ে তৈরি ছবি ‘৮৩’-তে অভিনয় করেছেন বলিউড তারকা রণবীর সিংহ। সেই ছবির শুটিংয়ে বর্তমানে লন্ডনে রয়েছেন রণবীর। সেখানে তাঁর সঙ্গে দেখা হয় ভারতীয় ক্রিকেট তারকা হার্দিক পাণ্ড্যর। হার্দিকের সঙ্গে সেলফি তুলে নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করেন। কিন্তু তার পরই আমেরিকার এক কুস্তিগিরের হুমকি পেলেন রণবীর। কিন্তু কেন?
হার্দিকের সঙ্গে সেলফি পোস্ট করে রণবীর লিখেছেন, ‘ইট, স্লিপ, ডমিনেট, রিপিট। দ্য নেম ইজ হার্দিক।’ বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে হার্দিকের দুরন্ত বোলিংয়ের কাছে বিপক্ষ ব্যাটসম্যানদের অসহায় আত্মসমর্পণ নিয়েই এই কথা বলেছেন রণবীর। কিন্তু এই কথাগুলি লেখার জন্যই তাঁকে সতর্ক করেছেন বিখ্যাত আমেরিকান কুস্তিগির ব্রক লেসনারের এজেন্ট।
আসলে ২০০৩ নাগাদ ‘ইট, স্লিপ, কনকার, রিপিট’ এই কথাগুলি ব্রক লেসনারের হয়ে ব্যবহার করতেন পল হেইম্যান। তাঁদের দাবি, রণবীর তাঁর ক্যাপশনে ওই শব্দগুলি ব্যবহার করেছেন। যদিও ওই কথাগুলির উপর কপিরাইট রয়েছে। সে জন্যই রণবীরকে সতর্ক করেছেন ওই আমেরিকান কুস্তিগিরের এজেন্ট হেইম্যান।
Eat.
— Ranveer Singh (@RanveerOfficial) June 17, 2019
Sleep.
Dominate.
Repeat.
The name is Hardik. Hardik Pandya. 🏏✌🏾✊🏾 @hardikpandya7 ma boi #unstoppable pic.twitter.com/B5oRzedTg3
আরও পড়ুন: আরএসএস ‘কেত’! এবার খাকি হাফ প্যান্ট পরে ট্রোলড প্রিয়ঙ্কা
আরও পড়ুন: ৫৩ বছর বয়সেও সলমনের ফিটনেস দেখলে চোখ কপালে উঠবে!
এজেন্টের সঙ্গে ব্রক লেসনার। ছবি টুইটার থেকে সংগৃহীত।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy