কতটা পথ পেরোলে শিল্পী হওয়া যায়! পরিচালক ইমতিয়াজ় আলি যেন নিজের ‘রকস্টার’ ছবিতে সেই আখ্যানকেই তুলে ধরছেন। কবিতার সঙ্গে চলমান দৃশ্যপটের নান্দনিক সংমিশ্রণেই সৃষ্টি ‘রকস্টার’-এর কাহিনি। মুখ্য চরিত্রে ছিলেন রণবীর কপূর ও নার্গিস ফাখরী। গল্পের শুরু থেকে শেষ, সবটাই জর্ডন ওরফে জর্নাদন জাঁকরকে নিয়ে। যাঁর শিল্পী হয়ে ওঠার অভিপ্রায় থেকে তাঁর জীবনের একমাত্র প্রেম হিরের সঙ্গে রসায়ন— সবটাই ধরা পড়েছে সে ছবিতে। যদিও চেনা ছকে এ ছবি মিলনান্তক ছিল না। বরং জর্ডন ও হিরের বিচ্ছেদে অতৃপ্তি রেখেই শেষ হয়ে যায় ছবি।
আরও পড়ুন:
হিরকে হারিয়ে ফেলার পর জর্ডনের লড়াই কেমন হতে পারে? দর্শকের মনের মধ্যে জেগে থাকা সেই যন্ত্রণার প্রকাশই হয়তো এ বার দেখা যাবে বড় পর্দায়। নতুন করে ‘রকস্টার’-এর গল্প বলবেন ইমতিয়াজ় আলি! অবশেষে ‘রকস্টার ২’ নিয়ে মুখ খুললেন পরিচালক।
২০১১ সালে মুক্তি পেয়েছিল প্রথম ছবি। শুটিংয়ের সময় কানাঘুষো শোনা গিয়েছিল, নায়ক রণবীরের সঙ্গে পর্দার বাইরেও নাকি সম্পর্ক তৈরি হয়েছে নার্গিসের। বলিউডে তখন নবাগতা নার্গিস। সেই সময় নিজের চর্চিত প্রেমজীবন নিয়ে মুখ খোলেননি তিনি। যদিও এই মুহূর্তে রণবীর ও নার্গিস দু’জনেই বিবাহিত। প্রায় দশক পার করে ফের কি আসতে চলেছে এই ছবির দ্বিতীয় পর্ব? এই প্রসঙ্গে পরিচালক বলেন, ‘‘হতেই পারে যদি কোনও গল্প আমার ভাল লেগে যায়। যদি মনে হয়, ‘রকস্টার’-এর গল্প হিসেবে উপযুক্ত ভাবনা শুরু করব।’’
এই ছবি রণবীরের কেরিয়ারে একপ্রকার মাইলফলক। দ্বিতীয় পর্বেও মুখ্যচরিত্রে তিনিই থাকবেন কি না, সেই নিয়ে কোনও মন্তব্য করেননি পরিচালক।