২০২০-র ৩০ এপ্রিল প্রয়াত হন ঋষি কপূর। অসমাপ্তই থেকে যায় তাঁর শেষ ছবি 'শর্মাজি নমকিন'-এর কাজ। সেই ছবিই আগামী ৩১ মার্চ মুক্তি পেতে চলেছে অ্যামাজন প্রাইমে। জানেন কি, ঋষির অসমাপ্ত শ্যুটিং করা হল কী ভাবে? সম্প্রতি এক ভিডিয়োয় সে গল্প শোনালেন ছেলে রণবীর কপূর।
বাবা ঋষির জুতোয় পা গলাতে চেয়েছিলেন রণবীর
অসুস্থ অবস্থাতেই কাজ করছিলেন ‘শর্মাজি নমকিন’-এ। ২০২০-র ৩০ এপ্রিল প্রয়াত হন ঋষি কপূর। অসমাপ্তই থেকে যায় ছবির কাজ। সেই ছবিই অবশেষে আগামী ৩১ মার্চ মুক্তি পেতে চলেছে অ্যামাজন প্রাইমে। জানেন কি, ঋষির অসমাপ্ত শ্যুটিং শেষ করা হল কী ভাবে?
সম্প্রতি টুইটারে ছবির প্রচার-ভিডিয়ো ভাগ করে নিয়েছেন প্রযোজক ফারহান আখতার। তাতেই ঋষি-পুত্র রণবীর কপূর শুনিয়েছেন ছবির শ্যুটিং শেষ করার কাহিনি। বাবার শেষ ছবি ঘিরে তাঁর আবেগের কথাও অনুরাগীদের জানিয়েছেন পর্দার ‘সঞ্জু’। বছর দুয়েক আগে ঋষি যখন মারা যান, তখনও ছবির বেশ কিছু অংশের কাজ বাকি। ফলে থমকে যায় শ্যুটিং। ঋষির শেষ ছবি পর্দায় আনতে সব রকমের চেষ্টা করতে রাজি ছিলেন রণবীর-সহ গোটা কপূর পরিবার এবং প্রযোজকরা। অসমাপ্ত অংশে ভিস্যুয়াল এফেক্টের ব্যবহারের কথা ভাবা হয়। এমনকি, প্রস্থেটিকস মেক-আপ নিয়ে ঋষির চরিত্রে অভিনয়েও রাজি ছিলেন রণবীর। কিন্তু কোনওটাই ঠিকমতো বাস্তবায়িত করা সম্ভব হচ্ছিল না।
Here’s a special message for a very special film, #SharmajiNamkeen. Trailer out tomorrow@primevideoin #RishiKapoor @SirPareshRawal @thisisnothitesh @excelmovies @MacguffinP @ritesh_sid @HoneyTrehan #AbhishekChaubey @vishalrr @J10Kassim #SupratikSen pic.twitter.com/6fy3Ao2oNN
— Farhan Akhtar (@FarOutAkhtar) March 16, 2022
ভিডিয়োয় ঋষি-তনয় বলেন, “শেষমেশ এগিয়ে আসেন পরেশ রাওয়াল। বাবার ভূমিকায় অসমাপ্ত অংশগুলিতে অভিনয় করেছেন তিনিই। একই চরিত্রে ভিন্ন দুই অভিনেতা— কাজটা একেবারেই সহজ ছিল না। ছবির জগতে এ জিনিস বিরলও বটে। তবু পরেশজি চ্যালেঞ্জটা নিয়েছেন। আজ ওঁর জন্যই আমরা বাবার শেষ ছবি পর্দায় নিয়ে আসতে পারছি। আমার কাছে এ ছবিটা আজীবন বাবার প্রিয়তম স্মৃতিগুলোর একটা হয়ে থেকে যাবে।”
এক অবসরপ্রাপ্ত কর্মীর আচমকা রান্নার শখে মজে যাওয়ার কাহিনি ‘শর্মাজি নমকিন’। হিতেশ ভাটিয়া পরিচালিত ছবিটির প্রচার ঝলক মুক্তি পাবে বৃহস্পতিবার। অ্যামাজন প্রাইমে মুক্তির অপেক্ষায় থাকা ছবিটিতে বিভিন্ন চরিত্রে রয়েছেন জুহি চাওলা, সুহেল নায়ার, সতীশ কৌশিক, ঈশা তলওয়ার প্রমুখ।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy