Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Ranbir Kapoor

Ranbir Kapoor: কেন ৮-এই আটকে মন, গোপন কথা ফাঁস করলেন রণবীর কপূর!

ঋষি ও নীতু কপূরের পুত্র নিজেই বলেন, ৮-ই নাকি তাঁর পছন্দের সংখ্যা। তাঁর পক্ষে শুভ সংখ্যাও বটে। ৮ নিয়ে রণবীরের এমন আহ্লাদে আটখানা হয়ে থাকার কারণ খুঁজতে চর্চার অন্ত নেই বলিউডে। কৌতূহলী অভিনেতার অনুরাগীরাও। এ বার নিজেই সেই রহস্য ফাঁস করেছেন ‘ব্রহ্মাস্ত্র’র নায়ক। 
 

৮-রহস্য ফাঁস করলেন রণবীর!

৮-রহস্য ফাঁস করলেন রণবীর!

নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৮ মে ২০২২ ১৬:৩১
Share: Save:

আটেই আটকে রণবীর কপূর! ইদানীং তাঁর সদ্যবিবাহিত স্ত্রী আলিয়াও একই পথের পথিক। তাঁদের জীবনের যত্রতত্র এই বিশেষ সংখ্যাটির ছড়াছড়ি। কিন্তু কেন? জানেন কি?

ঋষি ও নীতু কপূরের পুত্র নিজেই বলেন, ৮-ই নাকি তাঁর পছন্দের সংখ্যা। তাঁর পক্ষে শুভ সংখ্যাও বটে। অভিনেতা ফুটবল খেলেন। সেই জার্সির নম্বর আট। সদ্য বিয়ে করেছেন আলিয়া ভট্টকে। সেই বিয়েতেও আলিয়ার মঙ্গলসূত্রের নকশায় ধরা ছিল ৮ সংখ্যাটি। হারের হিরের লকেটটি ছিল উল্টোনো ইংরেজি ৮-এর আকারে। নববধূর হাতের মেহেন্দির নকশাতেও আড়াআড়ি ছিল ৮ সংখ্যাটি।

৮ নিয়ে রণবীরের এমন আহ্লাদে আটখানা হয়ে থাকার কারণ খুঁজতে চর্চার অন্ত নেই বলিউডে। কৌতূহলী অভিনেতার অনুরাগীরাও। এ বার নিজেই সেই গোপন রহস্য ফাঁস করেছেন ‘ব্রহ্মাস্ত্র’র নায়ক।

সেলিব্রিটি ফুটবল কাপ প্রতিযোগিতা উপলক্ষে দুবাইয়ে গিয়েছেন রণবীর। সেখানেই ফাঁস হয়েছে ৮-এর নেপথ্য কাহিনি। অনুষ্ঠানে রণবীর জানিয়েছেন, মা নীতু কপূরের জন্মদিন ৮ জুলাই। তার থেকেই এই সংখ্যাটির উপরে তাঁর ভালবাসার শুরু। তা ছাড়া, ইংরেজিতে ৮ সংখ্যাটি কাত করে লিখলে তা হয় ইনফিনিটির প্রতীক। অর্থাৎ অনন্ত। সে কারণেও এই সংখ্যাটিকে তাঁর একটু বেশিই মনে ধরে।

আলিয়ার মঙ্গলসূত্রে ইনফিনিটি-র আকারেই হিরের লকেট। তাঁদের ভালবাসার সংসার চলুক অনন্তকাল— এমন বিশ্বাসেই কি বিয়ের গয়নায় ধরা রইল রণবীরের পছন্দের সংখ্যা?

অন্য বিষয়গুলি:

Ranbir Kapoor Number Eight
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy