Advertisement
০৩ জানুয়ারি ২০২৫
Silajit Majumder

Rana Sarkar: হাতা-খুন্তি হাতে 'ভজহরি' মদন মিত্র, সহকারী রানা সরকার

এ বার রানা ওয়েব প্ল্যাটফর্মে আনতে চলেছেন রান্নবান্নার অনুষ্ঠান, ‘ভজহরি রান্না’

মদন মিত্র  এবং রানা সরকার।

মদন মিত্র এবং রানা সরকার।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২০ নভেম্বর ২০২১ ১৪:০০
Share: Save:

বলেছিলেন, ইন্ডাস্ট্রিতে বড় করে ফিরবেন। সেই মতোই আসছেন তিনি।সৃজিত মুখোপাধ্যায়ের ‘লহ গৌরাঙ্গের নাম’, শ্রীজাত-র প্রথম ছবি ‘মানবজমিন’, রাহুল মুখোপাধ্যায়ের ‘চংচং’, রাজদীপ ঘোষের ‘বনবিবি’-র প্রযোজক রানা সরকার। এ বার তিনি ওয়েব প্ল্যাটফর্মে আনতে চলেছেন রান্নবান্নার অনুষ্ঠান, ‘ভজহরি রান্না’। যেখানে দেখা যাবে কামারহাটির বিধায়ক মদন মিত্রকে। থাকবেন মোহর ধারাবাহিকের ‘শঙ্খ’ প্রতীক সেন, গায়ক শিলাজিৎ সহ অনেক তারকা। এই শো-এর সঙ্গে সম্ভবত যুক্ত থাকবে টিভিওয়ালা এবং দাগ ক্রিয়েটিভ মিডিয়া।

সম্প্রতি, ‘বনবিবি’-র শ্যুটে দলের সবাই সুন্দরবনে। সম্ভবত সেখান থেকেই নতুন শো-এর নেপথ্য ছবি শুক্রবার প্রকাশ্যে এনেছেন রানা। খবর, চিরাচরিত প্রথা মেনে স্টুডিয়োর বন্ধ ঘরে এই শো-এর শ্যুট হবে না। প্রযোজকের ভাবনা, খোলা আকাশের নীচে বাংলার বিশেষ বিশেষ জায়গায় পৌঁছে যাবে রান্নার দল। আমন্ত্রিত হবেন রাজনীতি থেকে অভিনয় হয়ে খেলার দুনিয়ার তারকারা। থাকবেন নির্দিষ্ট রাঁধুনি। তিনিই অনুষ্ঠানের সঞ্চালক। পাশাপাশি, অতিথিদের পছন্দের পদ নিজে হাতে রান্না করে খাওয়াবেন।

প্রতি পর্বে এ ভাবেই থাকবে নানা চমক। থাকবে সেই অঞ্চলের বিশেষ রান্নাও। খাওয়া দাওয়া ছাড়াও অতিথিরা নানা ধরনের খেলাধুলো-য় (গেম) মাতবেন। রান্নার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। হাসি-মজা, গান-গল্পে ভরে উঠবে অনুষ্ঠান।

অতিথিদের পছন্দের পদ ঘিরে কি কোনও বিশেষ ঘটনা জড়িত? তা হলে সেই গল্পও শোনা যাবে রান্নাবান্নার ফাঁকে। এবং রান্না শুধুই বাঙালি বা বাংলার পদেই সীমাবদ্ধ থাকবে না। বাঙালি রান্না ছাপিয়ে দেশ বিদেশের রান্নার কথাও বলবে এই অনুষ্ঠান।

অন্য বিষয়গুলি:

Silajit Majumder Madan Mitra Pratik Sen Cookery Show
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy