Advertisement
E-Paper

কুম্ভমেলায় কেউ পদপিষ্ট হলে কি ঈশ্বরকে গ্রেফতার করা হবে? অল্লুর হয়ে ফুঁসে উঠলেন রামগোপাল

কুম্ভমেলাতেও উপচে পড়া ভিড় দেখা যায়। সেখানে কারও পদপিষ্ট হয়ে মৃত্যু হলে কি ঈশ্বরকে গ্রেফতার করা হবে? প্রশ্ন তুললেন পরিচালক রামগোপাল বর্মা।

Ramgopal Varma supports Allu Arjun and asked if God would be arrested for Kumbh Mela stampede

অল্লুর পক্ষে রামগোপাল। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৪ ডিসেম্বর ২০২৪ ১৪:২০
Share
Save

৪ ডিসেম্বর হায়দরাবাদের সন্ধ্যা প্রেক্ষাগৃহে ছিল ‘পুষ্পা ২: দ্য রুল’-এর বিশেষ প্রদর্শন। অল্লু অর্জুন উপস্থিত থাকায় উপচে পড়েছিল ভিড়। পদপিষ্ট হয়ে মৃত্যু হয় এক মহিলার। ঘটনায় অভিযোগ দায়ের হয় অল্লুর বিরুদ্ধে এবং গ্রেফতার করা হয় দক্ষিণী অভিনেতাকে। যদিও অন্তর্বর্তী জামিন দেওয়া হয়েছে তাঁকে।

এই ঘটনা নিয়ে এ বার প্রশ্ন তুললেন বলিউড পরিচালক রামগোপাল বর্মা। তাঁর সাফ কথা, কুম্ভমেলাতেও উপচে পড়া ভিড় দেখা যায়। সেখানে কারও পদপিষ্ট হয়ে মৃত্যু হলে কি ঈশ্বরকে গ্রেফতার করা হবে? এক রাত কারাবাস করে শনিবার সকালে বাড়ি ফেরেন অল্লু। এই দিনই ঘটনা নিয়ে প্রতিক্রিয়া জানান রামগোপাল। অল্লুকে সমর্থন করে তিনি কয়েকটি প্রশ্ন তোলেন।

রামগোপালের প্রশ্ন, “কুম্ভমেলা বা ব্রাহ্মোৎসবে যদি কেউ পদপিষ্ট হন, তা হলে কি ঈশ্বরকে গ্রেফতার করা হবে? দ্বিতীয়ত, রাজনৈতিক জমায়েতে পদপিষ্ট হয়ে কারও মৃত্যু হলে রাজনৈতিক নেতাদের গ্রেফতার করা হবে তো?” আরও দুটি প্রশ্ন তুলেছেন পরিচালক। তিনি লিখেছেন, “চলচ্চিত্র সংক্রান্ত কোনও অনুষ্ঠানে কেউ পদপিষ্ট হলে কি নায়ক-নায়িকা দু’জনকেই গ্রেফতার করা হবে? পুলিশ ও আয়োজক ছাড়া আর কে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারে!”

শুক্রবার এই বিষয়ে মুখ খুলেছিলেন কঙ্গনা রানাউতও। তাঁর দাবি, কেউই এই ঘটনার দায় এড়িয়ে যেতে পারেন না। সাংসদ তথা অভিনেত্রী বলেছেন, “খুব দুঃখজনক ঘটনা। আমি নিজে অল্লু অর্জুনের বড় সমর্থক। কিন্তু এটাও বলব, কিছু ক্ষেত্রে আপনার দৃষ্টান্ত তৈরি করা উচিত। তিনি জামিন পেয়েছেন ঠিকই। কিন্তু উচ্চ স্তরের মানুষ বলেই কোনও ফলাফল ভোগ করতে হবে না, এমন যেন না হয়। মানুষের জীবনের কিন্তু দাম দেওয়া যায় না।”

শনিবার অল্লু বাড়ি ফিরতেই তাঁর সঙ্গে দেখা করতে পৌঁছে গিয়েছিলেন রানা দগ্গুবতী, নাগা চৈতন্যেরা।

Allu Arjun Ram Gopal Varma Bollywood

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}