অবসর নিয়ে নিলেন রাজ চক্রবর্তী! ছেলে ইউভানের ছোট্ট কাঁধে সব দায়িত্ব দিয়ে নিশ্চিন্ত হলেন পরিচালক।
না না, নিছক রসিকতা নয়! রবিবার সকালে এক্কেবারে প্রমাণ-সহ ইনস্টাগ্রামে ঘোষণা সারলেন রাজ। ইউভানের একটি ছবি পোস্ট করেছেন তিনি। দেখা যাচ্ছে ধূসর রঙা জামা প্যান্ট পরে বাবার অফিসে তাঁরই চেয়ারে রাজকীয় মেজাজে বসে রয়েছে সে। রাজ লিখলেন, ‘রাজ চক্রবর্তী এন্টারটেনমেন্ট প্রাইভেট লিমিটেডের নতুন বস ইউভান চক্রবর্তী। আমি এ বার নিশ্চিন্ত হলাম। আজ থেকে ও সব কিছুর দেখাশোনা করবে’।
রাজের এই পোস্টে ছোট্ট ইউভানকে ভালবাসায় ভরিয়ে দিয়েছেন নেটাগরিকরা। মাত্র ৪ মাস বয়সেই এত্ত বড় দায়িত্ব পালন করতে হবে বলে কথা!
বছরের শুরুতেই ‘বস’-এর সিংহাসনে অধিষ্ঠান করলেও, বড়দিনে ‘সান্তা ক্লজ’ সেজে মা-বাবার মুখে হাসি হয়ে ফুটেছিল ইউভান। ব্যস্ত রুটিনের মাঝেই ‘রাজশ্রী’র দিন কাটে তাঁদের ‘সিম্বা’কে নিয়ে। ইউভানের জন্মের পর থেকেই তাঁদের ইনস্টাগ্রাম জুড়ে শুধু তার ছবি। ছোট্ট ইউভানই এখন তাঁদের পৃথিবী। তাকে নিয়েই আগামীর স্বপ্ন বুনছেন টলিউডের এই হেভিওয়েট দম্পতি।
আরও পড়ুন: গুরু সলমনের কাছে গ্রুমিংয়ের ফাঁকেই মালাইকার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন অর্জুন
আরও পড়ুন: এক বছর পর আসছে ব্যোমকেশ ওয়েব সিরিজ, মুক্তি পেল ট্রেলার