রাহুল-প্রীতির সংসারে এল নতুন অতিথি। ছবি: ইনস্টাগ্রাম।
১৪ অগস্ট রাতের দখল নিচ্ছেন মেয়েরা। অনেকে আবার বলেছেন এ যেন অকালবোধন। মেয়েদের এই প্রতিবাদ কর্মসূচি রাজ্যের গণ্ডিতে আর সীমাবদ্ধ নেই। তেমনই এক দিনে কন্যাসন্তানের বাবা-মা হলেন রাহুল মজুমদার ও প্রীতি বিশ্বাস। এমন এক বিশেষ দিনে কন্যাসন্তানের বাবা হলেন, দায়িত্ব যে বেড়ে গেল মানছেন রাহুল। কী অনুভূতি তাঁর? মেয়ের নাম নির্বাচনে কি থাকবে আজকের এই প্রতিবাদের আভাস? আনন্দবাজার অনলাইনকে জানালেন অভিনেতা রাহুল।
২০২০ সালের ১০ই ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়েন তাঁরা। এ বার জীবনের নতুন অধ্যায় শুরু করলেন টলিপাড়ার জনপ্রিয় এই দম্পতি। বুধবার দুপুর ২টো ৪৮ নাগাদ দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে কন্যাসন্তানের জন্ম দেন প্রীতি। প্রথম বার মেয়েক দেখা মাত্রই নাকি হেসেছেন রাহুল। তাঁর কথায়, ‘‘কী করব আমার হাসি পাচ্ছিল। তবে প্রীতি আগেই বলেছিল, মেয়ে হবে। সে মতো আট থেকে দশটা নাম আগে থেকেই বেছে রেখেছিল। আমিও ভেবেই ছিলাম মেয়ে হবে। কাঁধে করে ঘোরাব, ঝুটি বেঁধে দেব, এমন নানা পরিকল্পনা করতাম। আজ যখন প্রথম দেখলাম, হাতে নেওয়ার সাহস হয়নি। দাঁড়িয়ে হাসছিলাম।’’
এমন প্রতিবাদমুখর দিনে মেয়ের জন্ম। মেয়ের নামে সেই ছায়া না রাখলেও, বুধবার রাতে সারা শহরের মেয়েদের প্রতিবাদে শামিল হওয়ার ইচ্ছে আছে রাহুলের। পাশাপাশি মেয়েকে নিয়ে স্বপ্ন দেখেন রাহুল। অভিনেতার শেষে সংযোজন, ‘‘আমি চাইব আমার মেয়ে ভাল মানুষ হবে। এবং স্বাধীন ভাবে বেড়ে উঠবে, চলাফেরা করবে। কোনও কিছু চাপিয়ে দেওয়া নয়, ওর ভাল থাকাটাই গুরুত্ব পাবে।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy