রাহুল
পরিচালক হওয়ার ইচ্ছেটা মনের মধ্যে লালন করেছেন বহু বছর ধরেই। কিন্তু নানা কারণে সেটা আর হয়ে উঠছিল না। তবে রাহুল বন্দ্যোপাধ্যায়ের সে স্বপ্ন এ বার পরিণতি পেতে চলেছে। লকডাউনে দীর্ঘ দিন বাড়িবন্দি থাকার সময়ে ছবির গল্প লেখার কাজটা সম্পূর্ণ করে ফেলেন তিনি। যদিও ছবির নাম এখনও ঠিক হয়নি, তবে মুখ্য চরিত্রে অভিনয় করবেন ঋত্বিক চক্রবর্তী। বাকি চরিত্রগুলিতে নতুন অভিনেতাদের নেবেন বলেই ভেবেছেন রাহুল। ছবির গল্পে নব্বইয়ের দশককে তুলে আনবেন তিনি। আপাতত ছবিটির প্রযোজনা নিজে করবেন বলেই ঠিক করেছেন। রাহুলের কথায়, ‘‘ছবির গল্পটা লিখেছি লকডাউনের সময়ে, কিন্তু মাথার মধ্যে রান্না হয়েছে বহু বছর। গত দশ বছর ধরে আমি যে লেখালিখি করেছি, তার অনেকটাই বিজয়গড় কলোনি এবং এখানকার মানুষদের নিয়ে। এখানে এত বিচিত্র মানুষের সমাহার বলার নয়। এবং রাজনৈতিক সচেতনতাটা কলোনির মানুষদের ভীষণ ভাবে ছিল। এখন অঞ্চলটা অনেক বদলে গেলেও বিজয়গড় কেমন ছিল, তা আমি দেখেছি, যে চিত্র আজকের বাংলা ছবিতে দেখতে পাই না। তাই আমার ছবির গল্প এই বিজয়গড়, এখানকার মানুষ এবং একটি নাটকের দল নিয়ে। গল্পের বেশিটাই আমার জীবন থেকে নেওয়া। ছবিতে ছোট ছেলেটির চরিত্রে আমি অভিনয় করব। নায়কের চরিত্রটা লিখেছি আমার বাবার আদলে, যাতে ঋত্বিক অভিনয় করবে।’’ মার্চ-এপ্রিল নাগাদ শুটিং শুরু করার পরিকল্পনা রাহুলের।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy