Advertisement
E-Paper

গান্ধীকে ‘পাকিস্তানের জনক’ বলে বিতর্কে অভিজিৎ! অভিযোগ দায়ের গায়কের বিরুদ্ধে?

কিছু দিন আগেই অভিজিৎ মন্তব্য করেছিলেন, গান্ধী ভারতের জাতির জনক নন। তিনি আদতে পাকিস্তানের জনক। এই মন্তব্য থেকেই বিতর্কের সূত্রপাত।

Pune activist seeks FIR against singer Abhijeet Bhattacharya for making an offensive comment on Mahatma Gandhi

গান্ধীকে নিয়ে অভিজিতের বিতর্কিত মন্তব্য। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২৫ ১৩:০৮
Share
Save

মন্তব্যের জন্য প্রায়ই বিতর্কে উঠে আসেন অভিজিৎ ভট্টাচার্য। শাহরুখ খান, সলমন খান-সহ বহু তারকাকে প্রায়ই কটাক্ষ করেন তিনি। তাঁর কটাক্ষ থেকে রেহাই পাননি মহাত্মা গান্ধীও। কিছু দিন আগেই অভিজিৎ মন্তব্য করেছিলেন, গান্ধী ভারতের জাতির জনক নন। তিনি আদতে পাকিস্তানের জনক। এই মন্তব্য থেকেই বিতর্কের সূত্রপাত।

পুণের এক সমাজকর্মী এই মন্তব্যের জন্য অভিজিতের বিরুদ্ধে এফআইআর-এর দাবি তুলেছেন। মণীশ দেশপাণ্ডে নামে সেই সমাজকর্মী তাঁর অভিযোগে জানান, “গায়ক মহাত্মা গান্ধীকে অপমান করেছেন তাঁর মন্তব্যের মাধ্যমে। এই ভিডিয়ো সমাজমাধ্যমে বেশ ভাইরাল। আপনারা এই মন্তব্য নিয়ে কী বলবেন?”

মণীশ দেশপাণ্ডে এই মর্মে ডেকান-জিমখানা থানায় অভিযোগ জানান। সংবাদমাধ্যমকে এমনই জানিয়েছেন তাঁর আইনজীবী। যদিও এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, তাঁদের কাছে এখনও অভিযোগ এসে পৌঁছয়নি। অভিজিৎ সেই বিতর্কিত সাক্ষাৎকারে এই মন্তব্যও করেছিলেন, পৃথিবীর মানচিত্রে সব সময়ই ভারতের অস্তিত্ব ছিল। কিন্তু পাকিস্তানকে ভুল করে তৈরি করা হয়েছে। এর সঙ্গেই তিনি টেনে এনেছিলেন মহাত্মা গান্ধীর নাম। তাই দেশপাণ্ডের দাবি, “মহাত্মা গান্ধীকে অপমান করার জন্য এবং সমাজে অশান্তি তৈরি করার জন্য অভিজিতের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা উচিত।”

এর আগেও অন্য সাক্ষাৎকারে গান্ধীকে নিয়ে মন্তব্য করেছিলেন তিনি। অভিজিৎ বলেছিলেন, “মহাত্মা গান্ধী যেমন জাতির জনক ছিলেন, তেমনই সঙ্গীতের জগতে আরডি বর্মন জাতির জনক ছিলেন!” তাঁর যুক্তিতে, ‘মহাত্মা গান্ধী’কে পাকিস্তানের ‘জাতির জনক’ বলার আরও একটি কারণ, ভারত আগেই ছিল। সেখান থেকে আলাদা হয়ে পাকিস্তানের জন্ম হয়েছে। এই বিভাজনের জন্য তিনি মহাত্মাকেই দায়ী করেছেন।

Abhijeet Bhattacharya mahatma gandhi

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy

{-- Slick slider script --}}