তখনও সংলাপ বলা বাকি। উল্টোদিকের পর্দাজুড়ে অভিনীত দৃশ্য। মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে ‘বুম্বাদা’। নিজের অভিনীত দৃশ্য দেখতে দেখতে বলে উঠলেন, ‘‘আমাদের দুজনের ভবিষ্যত কার উপরে নির্ভর করছে তুই তো জানিস। এ সব কিছুর উপরে ঈশ্বর আছেন।’’ পাশের ঘরে বসে দেখছেন পরিচালক এবং সাউন্ড রেকর্ডিস্ট।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
দেবের ছবি ‘কিশমিশ’-এর প্রচারে অংশ নিয়েছেন। ছবির নায়িকা রুক্মিণী মৈত্রের সঙ্গে প্রথম রিল ভিডিয়ো বানিয়েছেন ছবির গান ‘অবশেষে ভালবেসে চলে যাব’ দিয়ে। এ বার নিজের ছবির প্রচার। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের হাতে একাধিক ছবি। তারই অন্যতম ‘আয় খুকু আয়’। মঙ্গলবার দুপুরে সেই ছবির ডাবিং শেষ করলেন অভিনেতা। সরাসরি স্টুডিয়ো থেকে সে কথা জানালেন অনুরাগীদের।
একের পর এক ধাপ পেরোচ্ছেন তিনি। এক দিকে চলছে ‘ডাক্তার কাকু’-র শ্যুট। অন্য দিকে ‘আয় খুকু আয়’-এর ডাবিংয়েও সমান ব্যস্ত!
তখনও সংলাপ বলা বাকি। উল্টোদিকের পর্দাজুড়ে অভিনীত দৃশ্য। মাইক্রোফোনের সামনে দাঁড়িয়ে ‘বুম্বাদা’। নিজের অভিনীত দৃশ্য দেখতে দেখতে বলে উঠলেন, ‘‘আমাদের দুজনের ভবিষ্যত কার উপরে নির্ভর করছে তুই তো জানিস। এ সব কিছুর উপরে ঈশ্বর আছেন।’’ পাশের অন্য ঘরে বসে পুরোটা দেখছেন ছবির পরিচালক শৌভিক কুণ্ডু, সাউন্ড রেকর্ডিস্ট। সংলাপ শেষ করে অভিনেতা তাঁদের কাছেও জানতে চান, ঠিক মতো সংলাপ বলতে পেরেছেন কিনা। ইতিবাচক ইশারা পেতেই অভিনেতার ঘোষণা, সবার অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে শেষ হল ডাবিং পর্ব। আশা, ছবিটি প্রেক্ষগৃহে গিয়ে দর্শক দেখবেন। তাঁদের ভাল লাগবে।
প্রসেনজিৎ-দিতিপ্রিয়া রায়-রফিয়াত রশিদ মিথিলা অভিনীত ‘আয় খুকু আয়’ মুক্তি পাচ্ছে ২৭ মে। ওই দিন মুক্তি পাচ্ছে আরও তিনটি ছবি। তালিকায় ‘শবর’, ‘চিনেবাদাম’, ‘ভয় পেও না’। এই প্রথম বাবা-মেয়ের জুটি হিসেবে বড় পর্দায় দেখা যাবে প্রসেনজিৎ-দিতিপ্রিয়াকে। ছবিতে গানের দায়িত্বে রণজয় ভট্টাচার্য। শ্রীকান্ত আচার্যের কণ্ঠে নতুন রূপে সম্ভবত শোনা যাবে কালজয়ী সেই গান ‘আয় খুকু আয়’।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy