Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Priyanka Chopra-Nick Jonas Relationship

বাবার ছাপ দেখেছিলেন নিকের মধ্যে! স্বামীর প্রশংসা করতে গিয়ে আবেগতাড়িত প্রিয়ঙ্কা

তাঁর ও স্বামীর মধ্যে বয়সের পার্থক্য প্রায় ১০ বছরের। তার পরেও চুটিয়ে সংসার করছেন প্রিয়ঙ্কা চোপড়া জোনাস। নিকের কোন গুণ আকৃষ্ট করেছিল তাঁকে, এক সাক্ষাৎকারে খোলসা করলেন দেশি গার্ল।

Priyanka Chopra reveals that Nick Jonas to very similar to her late father, share photos with husband from Citadel London premier.

রেড কার্পেটে প্রিয়ঙ্কার সঙ্গে দাঁড়িয়ে ছবি তোলার পরেও প্রিয়ঙ্কার উপর থেকে চোখ সরাতে পারছিলেন না নিক। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
লন্ডন শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২৩ ২১:০৫
Share: Save:

এই মুহূর্তে বিশ্বের অন্যতম ব্যস্ত তারকা তিনি। একের পর এক শুট, আসন্ন সিরিজ়ের প্রচার। পাশাপাশি বছরখানেকের মেয়ে ও সংসার সামলানো। সবটাই বেশ পোক্ত হাতে সামলাচ্ছেন প্রিয়ঙ্কা চোপড়া জোনাস। সব কিছুর সঙ্গে তাল মিলিয়ে সাফল্যের সিঁড়িতেও অনায়াসে চড়ছেন দেশি গার্ল। হলিউডের অন্যতম দামি ওয়েব সিরিজ়ের মুখ্য চরিত্র তিনি। ‘সিটাডেল’ সিরিজ়ে কাজ করেছেন মার্ভেল-খ্যাত রুশো ব্রাদার্সের সঙ্গে। তাঁর সঙ্গে এক ফ্রেমে অভিনয় করেছেন ‘গেম অব থ্রোন্‌স’ খ্যাত অভিনেতা রিচার্ড ম্যাডেন। সব মিলিয়ে এই মুহূর্তে সাফল্যের শিখরে রয়েছেন প্রিয়ঙ্কা। তাঁর এই আকাশছোঁয়া সাফল্য কেমন চোখে দেখেন স্বামী নিক জোনাস? সম্প্রতি এক সাক্ষাৎকারে এই প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন প্রিয়ঙ্কা। প্রশ্নের উত্তর দিতে গিয়ে নিকের আরও একপ্রস্ত প্রশংসা করে ফেললেন দেশি গার্ল।

এক সাক্ষাৎকারে প্রিয়ঙ্কা জানান, নিকের মধ্যে নিজের প্রয়াত বাবার ছাপ দেখেন তিনি। তাঁর বাবা কোনও দিন তাঁর মায়ের সাফল্যে হীনম্মন্যতায় ভোগেননি। বরং বরাবর উৎসাহই দিয়েছেন প্রিয়ঙ্কার মা মধু মালতী চোপড়াকে। প্রিয়ঙ্কা বলেন, ‘‘আমার মা যখন প্রাইভেট প্র্যাকটিস শুরু করেন, তখন তিনি বাবার চেয়ে অনেক বেশি রোজগার করতেন। বাবা কখনও তাতে বাধা দেননি। বরং বাবা বলতেন, ‘সব উপার্জন ঘরেই তো আসছে’। নিকের মধ্যেও আমি এই গুণটা দেখি। আমার সাফল্যে ও হীনম্মন্যতায় ভোগে না। বরং আমার সাফল্যে আমার চেয়েও ওর উৎসাহ কয়েক গুণ বেশি।’’ লন্ডনে ‘সিটাডেল’-এর প্রিমিয়ারের উদাহরণ টেনে অভিনেত্রী বলেন, ‘‘যখনই আমি রেড কার্পেটে ক্যামেরার সামনে দাঁড়াই, নিক আমার উপর থেকে আলো কেড়ে নিতে চায় না। ও নিজেই বরং আমার ছবি তুলতে থাকে। আমার সাফল্য নিয়ে আমার নিজের চেয়ে ও বেশি উৎসাহী।’’

প্রিয়ঙ্কার এই কথা যে অক্ষরে অক্ষরে সত্যি, তার প্রমাণ দিয়েছেন নিক। লন্ডনে ‘সিটাডেল’-এর প্রিমিয়ারে লাল পোশাকে লাস্যময়ী রূপে হাজির হয়েছিলেন প্রিয়ঙ্কা চোপড়া। সঙ্গে কালো পোশাকে ছিলেন নিক জোনাস। রেড কার্পেটে প্রিয়ঙ্কার সঙ্গে দাঁড়িয়ে ছবি তোলার পরেও প্রিয়ঙ্কার উপর থেকে চোখ সরাতে পারছিলেন না নিক। শুধু তা-ই নয়, পরে সরে দাঁড়িয়ে নিজের মোবাইল ফোনে প্রিয়ঙ্কার একাধিক ছবিও তোলেন ‘জোনাস ব্রাদার্স’ খ্যাত পপ তারকা।

অন্য বিষয়গুলি:

Priyanka Chopra Nick Jonas Bollywood Couple hollywood Pop star Bollywood Wedding Citadel
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy