বিদেশি নাগরিককে বিয়ে করার পর লস অ্যাঞ্জেলসে সংসার পেতেছেন বলি অভিনেত্রী প্রীতি জ়িন্টা। যদিও দেশে নিয়মিত আসা-যাওয়া তাঁর। আমেরিকা নিবাসী জেন গুডএনাফের সঙ্গে বিয়ের পরেও নিজের দেশের সঙ্গে বন্ধন আলগা হয়নি প্রীতির। বরং নিজের সংসারে দুই সংস্কৃতির মিশ্রণ ঘটিয়েছেন অভিনেত্রী। তাঁর দুই ছেলেমেয়ে জয় ও জিয়া, তাদের বড় করে তুলেছেন মিশ্র সংস্কৃতির আবহে। তারা যতটা ভারতীয়, ততটাই মার্কিন। শোনা যায় একটা সময় প্রীতি নাকি প্রায় নিঃস্ব হয়ে গিয়েছিলেন। সেই সময় ভারতীয় শিল্পপতির সঙ্গেও প্রেম ভেঙে যায় অভিনেত্রীর। তার পরই জীবনে আসেন গুডএনাফ। যদিও নিজের স্বামীকেই বেশি ভাগ্যবান মনে করেন প্রীতি। কারণ তিনি ভারতীয় নারীকে বিয়ে করেছেন।
আরও পড়ুন:
সম্প্রতি দুই ছেলেমেয়ে, স্বামীকে নিয়ে হোলি উদ্যাপন করেছেন অভিনেত্রী। ছবি পোস্ট করে অভিনেত্রী লেখেন, ‘‘ভারতীয় মার্কিন পরিবার হিসাবে আমরা একে অপরের উৎসব এবং সংস্কৃতি উদ্যাপন করার চেষ্টা করি, তাই বাচ্চারা উভয় দিকের শিকড় সম্পর্কে জানে।’’ এই প্রসঙ্গেই প্রীতি আরও লেখেন, “আমি সব সময় জেনকে মজা করে বলি, সে সৌভাগ্যবান যে এক জন ভারতীয় মহিলাকে বিয়ে করেছে, কারণ আমাদের প্রাচীন ঐতিহ্য এবং অবিশ্বাস্য সংস্কৃতির কারণে আমাদের উৎসব উদ্যাপনের অনেক উপলক্ষ রয়েছে।’’