Advertisement
২২ জানুয়ারি ২০২৫
Dostojee

টাইমস স্কোয়্যারের হোর্ডিংয়ে ‘দোস্তজী’! ‘বাংলা সিনেমার নতুন মাইলফলক’, উচ্ছ্বসিত পরিচালক

বাংলায় মুক্তির পর দর্শকের মন জয় করেছিল ‘দোস্তজী’। দেশের গণ্ডি পেরিয়ে এ বারে বিদেশেও মুক্তি পেয়েছে এই ছবি।

Prasun Chatterjee’s Bengali film Dostojee’s trailer played on Time Square billboards in New York

নিউ ইয়র্কের টাইম স্কোয়্যারে ‘দোস্তজী’র ছবির পোস্টারের সামনে প্রসূন। ছবি: সংগৃহীত।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২০ মার্চ ২০২৩ ১৪:৫৪
Share: Save:

নিউ ইয়র্কের টাইম স্কোয়্যার। চারপাশে সন্ধ্যার ব্যস্ত জনজীবন। কিন্তু তার মাঝেই সুউচ্চ অট্টালিকার গায়ে বিজ্ঞাপনী হোর্ডিং চোখ টানছে পথচারীদের। টাইম স্কোয়ারে হোর্ডিংয়ে সাধারণত হলিউডের বড় বড় ছবির বিজ্ঞাপনী প্রচার সারা হয়। কিন্তু যে ছবির পোস্টার বা ট্রেলার চলছে তা যে একটু অপরিচিত, ‘বিদেশি’। খেয়াল করা গেল ছবিটি বাংলা! প্রসূন চট্টোপাধ্যায় পরিচালিত টলিপাড়ার সাড়া ফেলা ছবি ‘দোস্তজী’!

a scene From the film Dostojee

‘দোস্তজী’ ছবির একটি দৃশ্যে দুই শিশুশিল্পী আশিক শেখ ও আরিফ শেখ। ছবি: সংগৃহীত।

টাইম স্কোয়্যারে এই প্রথম কোনও বাংলা ছবির পোস্টার এবং ট্রেলার দেখানো হল। স্বাভাবিক ভাবেই ছবির মুকুটে এই নতুন পালকে উচ্ছ্বসিত ছবির পরিচালক। সুদুর আমেরিকা থেকে আনন্দবাজার অনলাইনকে প্রসূন বললেন, ‘‘অদ্ভুত অনুভূতি। আমি ভাষায় ব্যক্ত করতে পারব না।’’ সেই সঙ্গে়ই প্রসূন ফিরে গেলেন ‘দোস্তজী’ নিয়ে তাঁর লড়াইয়ের দিনে। বললেন, ‘‘ছবিটা কলকাতায় মুক্তির সময় টাকার অভাবে একটা ভাল পোস্টার বা বড় হোর্ডিংও দিতে পারিনি। আজকে সেই ছবি নিউ ইয়র্কের টাইম স্কোয়্যারের বিলবোর্ডে দেখানো হচ্ছে, এটা ভেবে ভাল লাগছে। বলিউডে ছবির ক্ষেত্রেও এই শিরোপা খুবই বিরল।’’

অতিমারির পর বাংলা ছবির ভবিষ্যৎ নিয়ে চর্চার অন্ত নেই। সেখানে ‘দোস্তজী’র এই শিরোপা তাৎপর্যপূর্ণ ঘটনা বলেই মনে করছেন প্রসূন। তাঁর কথায়, ‘‘আমাদের তো ভালই লাগছে। কিন্তু আমার মতে, বাংলা সিনেমার জন্যও আজ একটা বড় দিন। একটা বড় প্রাপ্তি।’’

বাংলায় ‘দোস্তজী’র সাফল্য নতুন করে বলার প্রয়োজন নেই। উল্লেখ্য, ১৭ মার্চ আমেরিকা-সহ কানাডা, সংযুক্ত আরব আমিরশাহি, নিউ জ়িল্যান্ড এবং অস্ট্রেলিয়াতে মুক্তি পেয়েছে এই ছবি। ফলে আগামী বছর অস্কার-দৌড়েও শামিল হবে প্রসূন পরিচালিত এই ছবি।

অন্য বিষয়গুলি:

Dostojee Prasun Chatterjee Tollywood News bengali films New York The Oscars times square
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy