Poonam Pandey has always been the controversy queen dgtl
bollywood
কারণে অকারণে বিবস্ত্র হওয়া থেকে মধুচন্দ্রিমায় যুগলে গ্রেফতার, পুনম পাণ্ডে সব সময়েই ‘বিতর্কের রানি’
দু’বছর লিভ-ইন সম্পর্কে থাকার পর গত ১ সেপ্টেম্বর আলোকচিত্রী স্যাম বম্বেকে বিয়ে করেন পুনম। কিন্তু প্রেমের সুর কাটল গোয়ায় মধুচন্দ্রিমায় গিয়েই।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০২০ ১৭:৩০
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১২০
মডেলিং দিয়ে শুরু কেরিয়ার। কিন্তু কাজের থেকে অনেক বেশি আলোচিত হয়েছে বিতর্কের জেরে। তিনি পুনম পাণ্ডে।
০২২০
১৯৯১ সালের ১১ মার্চ পুনমের জন্ম কানপুরে। একটি নামী পত্রিকা আয়োজিত ফ্যাশন শো-এর সেরা ৯ জন প্রতিযোগীর মধ্যে তিনি নির্বাচিত হন। তার পরেই প্রচারের আলোয় আসতে সময় লাগেনি।
০৩২০
২০১৩ সালে ‘নশা’ ছবিতে অভিনয় করেন পুনম। ছবিতে তিনি অনিতা শর্মা নামের এক শিক্ষিকা। এক জন ছাত্রের সঙ্গে তাঁর যৌন সম্পর্কই ছবির মূল বিষয়।
০৪২০
‘নশা’ ছবির পোস্টার ঘিরে তীব্র হয়েছিল বিতর্ক। পোস্টারে পুনমের শরীর আবৃত করে ছিল মাত্র দু’টি প্ল্যাকার্ড। মুম্বই জুড়ে এই পোস্টার ঘিরে বিক্ষোভ চরমে উঠেছিল।
০৫২০
বছর সাতেকের কেরিয়ারে হিন্দির পাশাপাশি কন্নড়, ভোজপুরী এবং তেলুগু ছবিতেও অভিনয় করেছেন তিনি।
০৬২০
‘লভ ইজ পয়জন’, ‘মালিনী অ্যান্ড কো’, ‘আ গ্যয়া হিরো’, ‘দ্য জার্নি অব কর্ম’-সহ বেশ কিছু ছবি পুনমের কেরিয়ারে উল্লেখযোগ্য।
০৭২০
চিরদিনই পুনম রয়ে গিয়েছেন যৌন আবেদনময়ী নায়িকা হিসেবে। অন্য কোনও চরিত্রের জন্য তাঁর কথা কেউ কোনওদিন ভাবেননি।
০৮২০
২০১১ সালে পুনম বিতর্কের কেন্দ্রে চলে আসেন ক্রিকেটের সঙ্গে জড়িয়ে এক কারণে। তিনি বলেন, ভারত বিশ্বকাপ ক্রিকেটে জয়ী হলে তিনি প্রকাশ্যে নগ্ন হবেন!
০৯২০
সংবাদমাধ্যমে তাঁর বক্তব্য প্রকাশিত হতেই তাঁর বিরুদ্ধে জনরোষ জমতে থাকে। শেষ অবধি অবশ্য ভারত জয়ী হওয়ার পরে পুনম প্রকাশ্যে বিবস্ত্র হননি।
১০২০
পরের বছর আইপিএল-এর পঞ্চম মরসুমে কেকেআর চ্যাম্পিয়ন হওয়ার পরে সত্যিই বিবস্ত্র হন পুনম।
১১২০
বছর তিনেক আগে নিজের অ্যাপ লঞ্চ করেছিলেন পুনম। নাম, ‘দ্য পুনম পাণ্ডে অ্যাপ’। কিন্তু লঞ্চ করার কিছুক্ষণের মধ্যে সেই অ্যাপ ব্যান করে দেয় গুগল। অভিযোগ ছিল, আপত্তিকর বিষয় থাকার।
১২২০
তবে গুগল প্লে স্টোর নিষিদ্ধ করলেও পুনম নিজের প্রোফাইলে অ্যাপটি রেখেছেন। তাঁর দাবি ছিল, লঞ্চ করার মাত্র ১৫ মিনিটের মধ্যে ১৫ হাজার বার ডাউনলোড করা হয়েছিল অ্যাপটি।
১৩২০
‘বিতর্কের রানি’ পুনম শিরোনামে থাকতে ভালবাসেন। চলতি বছরই শেট্টির স্বামী রাজ কুন্দ্রার বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন তিনি। তাঁর অভিযোগ, চুক্তির মেয়াদ পেরিয়ে যাবার পরেও অবৈধ ভাবে পুনমের অ্যাপের কনটেন্ট ব্যবহার করছিল রাজ কুন্দ্রার সংস্থা।
১৪২০
ব্যবসায়ী রাজ এবং তাঁর সংস্থার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন পুনম। তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে রাজ কুন্দ্রার সংস্থা।
১৫২০
দু’বছর লিভ-ইন সম্পর্কে থাকার পর এ বছর ১ সেপ্টেম্বর আলোকচিত্রী স্যাম বম্বেকে বিয়ে করেন পুনম। কিন্তু প্রেমের সুর কাটল গোয়ায় মধুচন্দ্রিমায় গিয়েই।
১৬২০
দক্ষিণ গোয়ার ক্যানাকোনা থানায় স্বামী স্যাম বম্বের বিরুদ্ধে শ্লীলতাহানি এবং শারীরিক নির্যাতনের অভিযোগ দায়ের করেন পুনম। তাঁর অভিযোগের জেরে গ্রেফতারও করা হয় স্যামকে।
১৭২০
এর এক সপ্তাহ পরই রাতারাতি ভোলবদল পুনমের। সব অভিযোগ ভুলে তিনি স্যামের পাশে দাঁড়ান। দু’জনেই জানান, তাঁরা সব রকম ভুল বোঝাবুঝি মিটিয়ে নিয়েছেন।
১৮২০
বিতর্ক কিন্তু পিছু ছাড়ল না। এ বার পুনম এবং স্যাম দু’জনেই গোয়া পুলিশের হাতে গ্রেফতার হলেন। অভিযোগ ছিল, দক্ষিণ গোয়ার ক্যানাকোনায় চাপোলি বাঁধের উপরে তাঁরা অশ্লীল ভিডিয়ো শ্যুট করছিলেন।
১৯২০
গোয়ার কালাঙ্গুটে এলাকার একটি পাঁচতারা হোটেল থেকে গ্রেফতার করা হয় পুনম ও স্যামকে। হোটেল ছেড়ে রওনা দেওয়ার মুখেই তাঁরা গ্রেফতার হন।
২০২০
তবে এই মামলায় দু’জনেই ২০ হাজার টাকা করে বন্ডের বিনিময়ে শর্তাধীন জামিন পেয়েছেন। আপাতত আদালতের অনুমতি ছাড়া গোয়া ছাড়তে পারবেন না এই দম্পতি। আগামি ৬ দিন তাঁদের হাজিরা দিতে হবে স্থানীয় থানায়।