একদিনে কঙ্গনা, অন্যদিনে মহেশ ভট্টের বড় মেয়ে পূজা। গত দু'দিন ধরেই নেটদুনিয়ায় ট্রেন্ডিং এই দুইটি নাম। চলছে কাদা ছোড়াছুড়ি, প্রকাশ্যে দোষারোপ। প্রসঙ্গ স্বজনপোষণ।
পূজার দাবি, তাঁদের প্রযোজনা সংস্থা নতুন প্রতিভাকে সুযোগ করে দেয়। অন্যদিকে কঙ্গনা বলছেন, হ্যাঁ সুযোগ দেয়, আবার প্রয়োজনে জুতো ছুড়ে মারে, ঠিক যেমন কঙ্গনাকে করেছিলেন মহেশ ভট্ট। পূজাও ছাড়বেন না। এক পুরনো ভিডিয়ো খুঁজে বার করে, তাঁর বক্তব্য, "ভিডিয়োও মিথ্যে কথা বলে?"
কী রয়েছে সেই ভিডিয়োতে?
২০০৬ সালে অনুরাগ বসু পরিচালিত 'গ্যাংস্টার' ছবির মধ্যে দিয়েই বলিউডে পা রাখেন 'আউটসাইডার' কঙ্গনা। ওই ছবির প্রযোজক ছিলেন ভট্ট ভাইয়েরা। মহেশ এবং মুকেশ ভট্ট। সে বছরই ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসে নতুন অভিনেত্রীদের মধ্যে সেরা হন তিনি। কঙ্গনাকে মঞ্চে ডেকে নেন কর্ণ। যাঁর সঙ্গে কঙ্গনার বর্তমান সম্পর্ক আদায়-কাঁচকলায়।
পুরস্কার নিতে ওঠার সময় আবেগে মুকেশ ভট্টকে জড়িয়ে ধরেন কঙ্গনা। উইনিং স্পিচেও ঝরে ঝরে পড়ছিল মহেশের প্রশংসা। সেই পুরনো ভিডিয়োকেই হাতিয়ার করে পূজার বক্তব্য, "আর যাই হোক ভিডিয়ো অন্তত মিথ্যে বলে না"!
ভিডিয়ো দেখতে পূজার শেয়ার করা লিঙ্কে ক্লিক করুন
Guess videos lie too? 🙃 Besides, it takes two to battle. I leave the denials & accusations to more evolved souls. I rather put forth facts! https://t.co/GKwYQW6Au9 https://t.co/J6341QtFAh
— Pooja Bhatt (@PoojaB1972) July 9, 2020
যদিও এর আগে বারে বারেই মহেশ-মুকেশের প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন কঙ্গনা। মুকেশ ন্যায্য টাকা দেন না, মহেশ অপমান করেন, ইত্যাদি নানা অভিযোগ নিয়ে সরব হয়েছেন তিনি। এমনকি সুশান্ত এবং রিয়ার সম্পর্কে কেন মহেশ ভট্ট নাক গলিয়েছিলেন তা নিয়েও মহেশকে একহাত নিয়েছেন বলিউডের 'কুইন'।
যতই কঙ্গনাকে লঞ্চ করুক ভট্ট ব্যানার, পূজা-কঙ্গনার তরজায় নেটাগরিকদের বেশিরভাগের সাপোর্টই কিন্তু কঙ্গনার দিকেই...ফিকে হচ্ছে প্রভাবশালী পরিবারে স্টারডম? খসে পড়ছে রুপোলী আস্তরণ?