প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মায়ের প্রয়ানে শোকস্তব্ধ বলিপাড়া। ছবি: সংবাদ সংস্থা।
শুক্রবার ভোর ৩.৩০ নাগাদ শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেন। প্রধানমন্ত্রীর মায়ের প্রয়াণে বলিপাড়ায় শোকের ছায়া। অনুপম খের, কঙ্গনা রানাওত থেকে স্বরা ভাস্কর— একাধিক তারকা শোকপ্রকাশ করেছেন।
অনুপম টুইটে লেখেন, “প্রিয় প্রধানমন্ত্রী মোদীজি, আপনার মায়ের মৃত্যুতে খুবই ব্যথিত। আপনার জীবনে মায়ের স্থান কোনও দিন পূরণ হবে না। কিন্তু দেশের প্রতিটি মায়ের আশীর্বাদ আপনার সঙ্গে আছে। এই দেশের সুপুত্র আপনি। আমার মায়ের আশীর্বাদও আপনার সঙ্গে আছে।”
आदरणीय प्रधानमंत्री @narendramodi जी! आपकी माताश्री #हीराबा जी के निधन का सुनकर मन दुखी भी हुआ और व्याकुल भी।आपका उनके प्रति प्यार और आदर जग ज़ाहिर है।उनका स्थान आपके जीवन में कोई नहीं भर पाएगा! पर आप भारत माँ के सपूत हो! देश की हर माँ का आशिर्वाद आपके ऊपर है।मेरी माँ का भी! pic.twitter.com/L9uPvMWjM2
— Anupam Kher (@AnupamPKher) December 30, 2022
কঙ্গনা লেখেন, “এই কঠিন সময়ে ধৈর্য ধরে রাখার মতো ক্ষমতা দিক ভগবান, এমনটাই প্রার্থনা করি।” আমদাবাদে মা হীরাবেনের সঙ্গে কাটানো প্রধানমন্ত্রী মোদীর বিশেষ মুহূর্তের ছবি ভাগ করে শোকবার্তা জানান পরিচালক বিবেক অগ্নিহোত্রী।
My deepest condolences to Shri @narendramodi on the sad demise of his beloved ‘maa’.
— Vivek Ranjan Agnihotri (@vivekagnihotri) December 30, 2022
भारत माँ के सपूत की माँ का कर्मयोगी जीवन हम सबको प्रेरणा देता रहेगा। शतक शतक नमन।
ओम् शांति। pic.twitter.com/bNPWpI9d2P
প্রধানমন্ত্রীর মায়ের প্রয়াণে শোকবার্তা জানাতে ভোলেননি অক্ষয় কুমারও। তিনি লেখেন, “জীবনে মা চলে যাওয়ার মতো দুঃখ আর কিছু হতে পারে না। এই কঠিন সময় সহ্য করার শক্তি দিক ভগবান, এই প্রার্থনাই করি।”
माँ को खोने से बड़ा दुख कोई नहीं. भगवान आपको इस दुख को सहने की शक्ति दे @narendramodi जी. ॐ शांति
— Akshay Kumar (@akshaykumar) December 30, 2022
প্রসঙ্গত, মা হীরাবেন মোদীর মৃত্যুর খবর পেয়ে পূর্বপরিকল্পিত সব কর্মসূচি বাতিল করে ইতিমধ্যেই আমদাবাদ পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমদাবাদ পৌঁছেই কাঁপা কাঁপা হাতে মায়ের দেহ কাঁধে করে নিয়ে ভাইয়ের বাড়ির বাইরে বেরোতে দেখা যায় প্রধানমন্ত্রী মোদীকে। গান্ধীনগরে সম্পন্ন হচ্ছে তাঁর শেষকৃত্য।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy