Advertisement
২৩ ডিসেম্বর ২০২৪
Pink Floyd

দিল্লির উত্তাপে উদ্বেল রক কিংবদন্তি রজার ওয়াটার্স, জনসভায় পড়লেন ভারতীয় কবির কবিতা

রজারের কণ্ঠে ওই কবিতা ইতিমধ্যেই ভাইরাল। হয়েছে শেয়ারও। সুদূর লন্ডনে বসেও রজার মনে করেছেন, ‘সংশোধনী নাগরিকত্ব আইন ফ্যাসিস্ট,রেসিস্ট’।

রজার ওয়াটারস।

রজার ওয়াটারস।

সংবাদ সংস্থা
লন্ডন শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২০ ১৯:০১
Share: Save:

অগ্নিগর্ভ দিল্লির আঁচ এই মুহূর্তে আন্তর্জাতিক। বিশ্বের অন্যতম জনপ্রিয় সঙ্গীত-ব্যক্তিত্ব রজার ওয়াটার্সের কণ্ঠেও ধ্বনিত হল নাগরিক পঞ্জি বিরোধী স্বর। একদা পৃথিবী কাঁপানো ব্রিটিশ রক ব্যান্ড ‘পিঙ্ক ফ্লয়েড’-এর প্রাক্তন সদস্য রজার প্রকাশ্য এক জনসভায় পাঠ করলেন ভারতীয় কবি ও সমাজকর্মী আমির আজিজের কবিতা ‘সব ইয়াদ রাখা যায়েগা’-র ইংরেজি তর্জমা। শুধু তাই নয়, নাগরিকত্ব সংক্রান্ত আইনকে ‘ফ্যাসিবাদী ও জাতিবৈষম্য সৃষ্টিকারী হিসেবেও বর্ণনা করলেন তিনি।

উইকিলিকস-এর প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের মুক্তির দাবিতে লন্ডনে অনুষ্ঠিত এক জনসভায় এই কবিতাটি পাঠ করেন রজার। আমিরকে তিনি ‘ফ্যাসিবাদী ও জাতিবিদ্বেষী আইনের বিরুদ্ধে সংগ্রামরত এক তরুণ কবি’ বলে বর্ণনা করেন। কবিতাটিকে বর্ণনা করেন ‘ভারতীয় গণমানস থেকে উৎসৃত স্বর’ হিসেবে, ‘শেকল ভাঙার গান’ হিসেবে।

আমির আজিজের মূল কবিতা (অংশ) ও তার ইংরেজি তর্জমা

প্রতিবাদী কণ্ঠ হিসেবে রজারের আজ কিংবদন্তি। ১৯৭০ দশকের বিশ্বময় ঝোড়ো হাওয়ায় ভেসে বেড়িয়েছিল তাঁর রচিত ও গীত গানগুলি। যুদ্ধ বিরোধীতা থেকে মগজ-নিয়ন্ত্রণের রাজনীতি— সব কিছুর বিরুদ্ধেই তিনি কলম ধরেছেন, গিটার ধরেছেন। দেওয়ালের একটা ইট হয়ে বেঁচে থাকা অস্তিত্বকে ভাঙতে শিখিয়েছে তাঁর গান। আজ ‘আজাদি’-র স্লোগানেও সামিল তিনি। বোঝা যাচ্ছে দমনকারী শক্তির বিরুদ্ধে দাঁড়াতে আজও পিছপা নন এই ৭৬ বছরের যুবক।

শুনুন রজারের কণ্ঠে কবিতা পাঠ

অন্য বিষয়গুলি:

Pink Floyd Roger Waters Delhi Violence CAA aamir Aziz CAA Protest
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy