সুশান্ত সিংহ রাজপুত।
সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যু তদন্তে সিবিআই-এর সাম্প্রতিক অবস্থা জানতে চেয়ে সোমবার শীর্ষ আদালতে একটি জনস্বার্থ মামলা দায়ের হল। অভিনেতার মৃত্যুর তদন্তে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এখনও পর্যন্ত কতদূর এগিয়েছে তা জনসমক্ষে আনার উদ্দেশেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
সুশান্তের মৃত্যুর পর প্রথমে তদন্তভার মুম্বই পুলিশের উপর থাকলেও, পরবর্তীকালে শীর্ষ আদালতের নির্দেশে সিবিআই তদন্তে নামে। এর পর অভিনেতার মৃত্যুতে মাদকযোগ সামনে আসার পরেই সিবিআইয়ের সঙ্গে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) সমান্তরাল পথে তদন্ত শুরু করে। একদিকে এনসিবি যখন তদন্ত চালিয়ে রিয়া চক্রবর্তী এবং তাঁর ভাই-সহ একাধিক সন্দেহভাজন ব্যক্তিকে হেফাজতে নিতে শুরু করে, সিবিআইয়ের তরফে তখনও তেমন অগ্রগতি হয়নি বলে সূত্রের খবর। সুশান্তের ভিসেরা রিপোর্ট পুনরায় পরীক্ষা করে এমস আত্মহত্যাকেই অভিনেতার মৃত্যুর কারণ হিসাবে চিহ্নিত করায় সুশান্তের অনুরাগীরা তাঁর মৃত্যুর সঠিক তদন্তের দাবি করে হাতে প্ল্যাকার্ড তুলে নিয়ে আন্দোলনে নামেন।
‘নিরপেক্ষ এবং সঠিক’ তদন্তের জন্য সিবিআইকে নিযুক্ত করে শীর্ষ আদালত। তবে কিছুদিন পর থেকেই অভিনেতার মৃত্যুর তদন্তের অভিমুখ সম্পূর্ণ ভাবে মাদকযোগের দিকে ঘুরে যায়। সিবিআই-ও তাঁদের অবস্থান নিয়ে কোনও মন্তব্য করেনি।
PIL filed in Supreme Court seeking direction to CBI to submit a status report in late actor Sushant Singh Rajput death case. pic.twitter.com/UyOqN3Qv7h
— ANI (@ANI) December 7, 2020
আরও পড়ুন: পার্লারে চুল কাটতে গেলেন সব্যসাচী চক্রবর্তী, আদব কায়দায় হেসে ফেললেন মীর
ইতিমধ্যেই এনসিবির হেফাজত থেকে জামিনে ছাড়া পেয়েছেন রিয়া চক্রবর্তী এবং তাঁর ভাই শৌভিক। অন্যদিকে সিবিআইয়ের দিক থেকে কোনও উত্তর না আসায় উদ্বিগ্ন সুশান্তের কাছের মানুষজন তথা অনুরাগীমহল।
আরও পড়ুন: কে এই ধারাবাহিকের নায়িকা? যাঁকে নিয়ে খোলা হল ফেক অ্যাকাউন্টও!
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy
We will send you a One Time Password on this mobile number or email id
Or Continue with
By proceeding you agree with our Terms of service & Privacy Policy