Advertisement
২২ ডিসেম্বর ২০২৪
Patralekha-Rajkummar Rao

রাজকুমারের সঙ্গে দেখাই করতে চাননি! বিয়ের আগে অভিনেতাকে কেন ভয় পেয়েছিলেন পত্রলেখা?

রাজকুমারের সঙ্গে প্রথম সাক্ষাৎ নিয়ে এ দিন কথা বলেন পত্রলেখা। তার কিছু দিন আগেই রাজকুমারের ‘এলএসডি’ ছবিটি দেখেছিলেন তিনি।

Patralekha was scared to meet Rajkumar Rao as she saw him in his first film LSD

পত্রলেখা ও রাজকুমার রাও। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৪ ২০:০৫
Share: Save:

দীর্ঘ দশ বছরের প্রেম। ২০২১-এ বিয়ে। বলিউডের অন্যতম ‘পাওয়ার কাপল’ হিসেবে পরিচিত রাজকুমার রাও ও পত্রলেখা। কিন্তু প্রথম দেখায় মোটেই রাজকুমারকে পছন্দ হয়নি পত্রলেখার। বরং একটু ভয়ই পেয়েছিলেন।

রাজকুমারের সঙ্গে প্রথম সাক্ষাৎ নিয়ে সম্প্রতি কথা বলেন পত্রলেখা। তার কিছু দিন আগেই রাজকুমারের ‘এলএসডি’ ছবিটি দেখেছিলেন তিনি। অভিনেত্রী বলেছেন, “আমি তার কিছু দিন আগেই ‘এলএসডি’ দেখেছি। এটাই রাজকুমারের প্রথম ছবি। আমার স্কুলের এক বন্ধু ফোন করে বলে সে একটি মিউজ়িক ভিডিয়ো করতে চায়। মিউজ়িক ভিডিয়োতে ‘এলএসডি’ ছবির অভিনেতা রাজকুমারের বিপরীতে আমাকে অভিনয় করতে হবে।”

প্রথম বার রাজি হননি পত্রলেখা। তিনি বন্ধুকে বলেছিলেন, “না রুকসানা। আমি এই কাজটা করব না। আমার মনে হয় ও (রাজকুমার) খুবই অদ্ভুত। আমার ভয় লাগছিল।” তখন সেই বন্ধু অভয় দিয়ে বলেছিলেন, “কিছু হবে না। আমরা গাড়ি পাঠাব। তুমি তোমার দিদিকেও নিয়ে আসতে পার।” এই শুনে মিউজ়িক ভিডিয়োতে কাজ করতে রাজি হয়েছিলেন অভিনেত্রী। তবে মন থেকে ভয় কাটেনি তাঁর।

রাজকুমারকে নিয়ে এতই অস্বস্তি ছিল পত্রলেখার মধ্যে যে, তাঁর পাশে বসতেও চাননি। মাঝখানে দিদিকে বসিয়েছিলেন। ‘এলএসডি’ ছবি দেখেই রাজকুমারকে ভয় পেয়েছিলেন বলে জানান পত্রলেখা। সে দিন নাকি পত্রলেখার দিদি অনর্গল কথা বলছিলেন রাজকুমারের সঙ্গে। এই দেখে দিদিকে পর্যন্ত সাবধান করেছিলেন পত্রলেখা। রাজকুমারের সঙ্গে বেশি কথা না বলারও পরামর্শ দেন তিনি।

প্রথম দিন রাজকুমারের সঙ্গে সামান্য বাক্যালাপ হয়েছিল পত্রলেখারও। বেশ কিছু বিজ্ঞাপনে তত দিনে কাজ করে ফেলেছেন পত্রলেখা। তার মধ্যে একটি বিজ্ঞাপন রাজকুমার নিজেও দেখেছিলেন। প্রথম দিনের আলোচনায় উঠে আসে সেই বিজ্ঞাপনের প্রসঙ্গ। তখনই নাকি রাজকুমার সিদ্ধান্ত নিয়ে ফেলেন, বিয়ে করলে পত্রলেখাকেই বিয়ে করবেন।

অন্য দিকে পত্রলেখাও দেখতে থাকেন, রাজকুমার তাঁর নিজের কাজ খুব ভালবাসেন। কাজের প্রতি তিনি খুবই নিষ্ঠাবান। এই দেখেই রাজকুমারেরও প্রেমে পড়ে যান পত্রলেখা।

অন্য বিষয়গুলি:

Rajkummar Rao patralekha Bollywood
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy