Advertisement
২৪ জানুয়ারি ২০২৫
Parineeti Chopra

দিল্লি পৌঁছলেন রাঘব-পরিণীতি, বিয়ের তারিখ ঘিরে জোর জল্পনা

দিন কয়েক ধরেই তাঁদের বাগ্‌দানের গুঞ্জন বিভিন্ন মহলে। সোমবার দিল্লি পৌঁছন পরিণীতি। তার পরই নায়িকার বিয়ে নিয়ে জল্পনা বিভিন্ন মহলে।

Image of Parineeti And Raghav.

রাঘবের সঙ্গে দিল্লি পৌঁছলেন পরিণীতি, বিয়ের জল্পনা তুঙ্গে। ছবি: সংগৃহীত।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৯ মে ২০২৩ ২১:৪৬
Share: Save:

বলিউডে বিয়ের সানাই। এই মুহূর্তে যাঁদের বিয়ের খবর ছয়লাপ, তাঁরা পরিণীতি চোপড়া ও আপ নেতা রাঘব চাড্ডা। কয়েক সপ্তাহ আগেই অভিনেত্রীর অনামিকায় রুপোলি আংটির ঝলকও দেখা গিয়েছিল। এ বার রাঘবের হাতেও দেখা মিলল সেই আংটির। রবিবার বান্দ্রায় ‘ডিনার ডেট’-এ একসঙ্গে দেখা গিয়েছিল চর্চিত যুগলকে। এ বার একেবারে রাঘবের সঙ্গেই দিল্লি পৌঁছলেন পরিণীতি। দুই তারকার প্রেম নিয়ে চর্চা চলছে কয়েক মাস ধরেই। তখন থেকেই কানাঘুষো, খুব শীঘ্রই নাকি গাঁটছড়া বাঁধতে চলেছেন তাঁরা। তবে এ বার সামনে এল তারিখ।

সোমবার সকালেই মুম্বই থেকে দিল্লির উদ্দেশে রওনা দেন রাঘব-পরিণীতি। লাল রঙের কুর্তি, পালাজো প্যান্ট, সাদা জুতো, চোখে রোদচশমা পরে নজর কাড়লেন পরিণীতি। অন্য দিকে কালো শার্টপ্যান্টে রাঘবও নায়িকা বান্ধবীর তুলনায় কম নন। শোনা যাচ্ছে, আগামী ১৩ ই মে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন রাঘব-পরিণীতি। দিল্লিতেই নাকি বসবে বিয়ের আসর। অবশ্য পরিণীতি কিংবা রাঘব, কেউ-ই এই বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা করেননি। দিন কয়েক আগেই মোহালির গ্যালারিতে এক ফ্রেমে ধরা দিয়েছিলেন চর্চিত যুগল। আইপিএলে পঞ্জাব কিংস ও মুম্বই ইন্ডিয়ানসের ম্যাচ দেখতে গ্যালারিতে একসঙ্গে হাজির ছিলেন দুই তারকা। সেই সময় বলিউড অভিনেত্রীকে নতুন নামে সম্বোধন করে ফেলেছেন আলোকচিত্রীরা। তাঁদের ‘ভাবি’ (বৌদি) ডাকে লজ্জায় লাল হয়েছেন অভিনেত্রী। ‘পরিণীতি ভাবি জিন্দাবাদ’ শুনে একগাল হেসেও ফেলেন তিনি। এ বার দেখার চলতি মাসেই কি মিসেস চাড্ডা হন পরিণীতি, না কি আনুষ্ঠানিক ভাবে বাগ্‌দান সারবেন যুগল!

অন্য বিষয়গুলি:

Parineeti Chopra Raghav Chadha
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or Continue with

By proceeding you agree with our Terms of service & Privacy Policy