Onscreen Sugreev and Vali of The Ramayana Actor Shyam Sundar Kalani Has Passed Away dgtl
bollywood
‘রামায়ণ’-এর পরে বিস্মৃত, উপেক্ষিত অবস্থাতেই ক্যানসারে প্রয়াত পর্দার সুগ্রীব ও বালি
রামায়ণ-এর পরে তিনি ধীরে ধীরে হারিয়ে যান ইন্ডাস্ট্রি থেকে। বিস্মৃত হয়ে যান দর্শকদের মন থেকেও।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১০ এপ্রিল ২০২০ ১৬:৩৬
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৫
লকডাউনে ঘরবন্দি মানুষের একঘেয়েমি কাটাতে দূরদর্শনের পর্দায় ফিরে এসেছে রামানন্দ সাগরের ‘রামায়ণ’। আশির দশকের সুপারহিট এই ধারাবাহিক অনেক প্রজন্মের কাছে মধুর নস্টালজিয়াও। সোশ্যাল মিডিয়ায় ফের ট্রেন্ডিং ‘রামায়ণ’।
০২১৫
এ রকমই এক সময়ে আরও একটি খবর নজর কেড়ে নিল। তা হল, অভিনেতা শ্যামসুন্দর কালানির মৃ্ত্যু। তিনি রামায়ণের সুগ্রীব এবং বালি, দু’টি ভূমিকাতেই অভিনয় করেছিলেন।
০৩১৫
আদতে জব্বলপুরের বাসিন্দা শ্যামসুন্দর তাঁর অভিনয় জীবনে আরও কিছু সিরিয়ালে অভিনয় করেছিলেন। তবে কোনওটাই ‘রামায়ণ’-এর ধারেকাছে পৌঁছতে পারেনি। তাঁকে সুগ্রীবের চরিত্রেই মনে রেখেছেন দর্শকরা।
০৪১৫
শোনা যায়, ‘রামায়ণ’-এর সেটে প্রথম দিন তিনি মেক আপের পরে ঘাবড়ে গিয়েছিলেন। কিছুতেই নিজের সংলাপ মনে রাখতে পারছিলেন না।
০৫১৫
শেষে বড় বড় প্ল্যাকার্ডে তাঁর সংলাপ লিখে তাঁর সামনে তুলে ধরা হয়। তিনি সে দিকে তাকিয়ে তাকিয়ে সংলাপ বলতে থাকেন। অবশেষে তিরিশ চল্লিশটা টেকের পরে দৃশ্যগ্রহণ করা হয়।
০৬১৫
প্রথম দিন থেকে শুরু করে শেষ অবধি ‘রামায়ণ’-এর সেটে তাঁর জন্য এই ব্যবস্থা জারি ছিল।
০৭১৫
রামায়ণ-এর পরে তিনি ধীরে ধীরে হারিয়ে যান ইন্ডাস্ট্রি থেকে। বিস্মৃত হয়ে যান দর্শকদের মন থেকেও।
০৮১৫
কয়েক বছর আগেই তাঁর স্ত্রী প্রয়াত হয়েছেন। তাঁদের একমাত্র মেয়ে থাকেন হরিয়ানার কালকার পিঞ্জর এলাকায়।
০৯১৫
মেয়ের কাছেই গত কয়েক বছর ছিলেন শ্যামসুন্দর। তিনি ক্যানসারে আক্রান্ত ছিলেন। সেই রোগেই প্রয়াত হলেন এই প্রবীণ অভিনেতা।
১০১৫
তাঁর মৃত্যুর খবর জানিয়ে শোকপ্রকাশ করেন ‘রামায়ণ’-এ রামচন্দ্রের ভূমিকায় অভিনয় করা অভিনেতা অরুণ গোভিল। তার পরেই ইন্টারনেটে ছড়িয়ে পড়ে অভিনেতা শ্যামসুন্দর কালানির মৃত্যুসংবাদ।
১১১৫
পরে শোকপ্রকাশ করেন সুনীল লেহরী। তিনি ‘রামায়ণ’-এ লক্ষ্মণের ভূমিকায় অভিনয় করেছিলেন।
১২১৫
অরুণ গোভিল ও সুনীল লেহরীর পাশাপাশি শোকপ্রকাশ করেন অভিনেত্রী দীপিকা চিকলিয়াও। তাঁকে আপামর ভারতবাসী চেনে দূরদর্শনের ‘রামায়ণ’-এর সীতা হিসেবেই।
১৩১৫
তবে একটি সূত্র থেকে জানা যাচ্ছে, শ্যামসুন্দর কালানি প্রয়াত হয়েছেন ২৯ মার্চ। তার আগের দিনই দূরদর্শনের পর্দায় ফের শুরু হয়েছে ‘রামায়ণ’-এর সম্প্রচার।
১৪১৫
শ্যামসুন্দরের প্রয়াণের খবর অরুণ গোভিল এবং সুনীল লেহরীর কাছে এসে পৌঁছয় ১১ দিন পর, ৯ মার্চ। তার পরই তাঁরা টুইট করেন।
১৫১৫
নেটাগরিকদের একটি বড় অংশের অভিযোগ, লকডাউনের জেরে হাসপাতালে ঠিকমতো পরিষেবা পাননি ক্যানসার আক্রান্ত প্রবীণ শ্যামসুন্দর কালানি।