Once Akshay Kumar Saved Ayesha Takia from A Dangerous Accident During Shooting dgtl
bollywood
শুটিং চলাকালীন অক্ষয়ের সতর্কতায় ভয়ঙ্কর দুর্ঘটনা থেকে রক্ষা পান আয়েষা টাকিয়া
তাঁর কথায় সম্মত হয়ে শুটিং শুরু হল দৃশ্যের। গাড়ি চলতে শুরু করল। স্টিয়ারিঙে নায়িকা আয়েষা। পিছনের আসনে বসে নায়ক অক্ষয় কুমার।
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১২ মে ২০২০ ০৯:৩০
Share:Save:
এই খবরটি সেভ করে রাখার জন্য পাশের আইকনটি ক্লিক করুন।
০১১৪
বলিউডে এক ও অদ্বিতীয় খিলাড়ি তিনি। ভয় পান না কোনও স্টান্টেই। কিন্তু সেই খিলাড়ি অক্ষয় কুমারও এক বার ভয় পেয়ে গিয়েছিলেন। কারণ তিনি স্টান্ট করছিলেন না। বরং স্টান্ট দেখাচ্ছিলেন নায়িকা আয়েষা টাকিয়া। আর স্রেফ সঙ্গী হিসাবে থাকতে হয়েছিল তাঁকে।
০২১৪
ঘটনা ২০০৯ সালের। সে বছর মুক্তি পেয়েছিল ‘এইট ইনটু টেন তসবীর’ ছবিটি। এই অ্যাকশন থ্রিলারের নায়ক ছিলেন অক্ষয়। তাঁর বিপরীতে নায়িকা ছিলেন আয়েষা।
০৩১৪
ছবির একটি সিকোয়েন্সের শুটিং হচ্ছিল কানাডার অ্যালবার্টায়। চিত্রনাট্য অনুযায়ী সেই দৃশ্যে আয়েষা গাড়ি চালাবেন। গাড়ির পিছনের আসনে থাকবেন অক্ষয়।
০৪১৪
শুটিং শুরুর আগে বার বার জিজ্ঞাসা করা হয় আয়েষাকে। জানতে চাওয়া হয়, তিনি গাড়ি চালাতে পারেন কিনা?
০৫১৪
উত্তরে আয়েষা জানান, গাড়ি চালাতে তাঁর কোনও সমস্যা হবে না।
০৬১৪
তাঁর কথায় সম্মত হয়ে শুটিং শুরু হল দৃশ্যের। গাড়ি চলতে শুরু করল। স্টিয়ারিঙে নায়িকা আয়েষা। পিছনের আসনে বসে নায়ক অক্ষয় কুমার।
০৭১৪
ইতিমধ্যে ঘটল বিপত্তি। গাড়ির উপর নিয়ন্ত্রণ হারালেন আয়েষা। চলন্ত গাড়ির পাশেই এ দিকে রাস্তায় ২৫ ফুট গভীর গর্ত। সে দিকেই এগোতে থাকে গাড়ি।
০৮১৪
মুহূর্তের মধ্যে সতর্ক হন অক্ষয়। ক্যামেরা থেকে নজর সরে যায় তাঁর। বুঝে যান, কী হতে চলেছে!
০৯১৪
চোখের পলকে অক্ষয় নিজের আসন ছেড়ে এগিয়ে গিয়ে স্টিয়ারিং নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেন।
১০১৪
তাঁর হাতের গুণে বশ মানে চলন্ত গাড়ি। থেমে যায় ওখানেই। কোনওমতে দুর্ঘটনা থেকে রক্ষা পান অক্ষয় কুমার ও আয়েষা টাকিয়া।
১১১৪
অক্ষয় সতর্ক হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে না আনলে পরিস্থিতি আরও সঙ্কটজনক হত। অক্ষয়-আয়েষাকে নিয়ে গাড়ি সোজা পড়ত গভীর গর্তে।
১২১৪
তার জেরে ঘটে যেতে পারত ভয়ঙ্কর দুর্ঘটনা। অক্ষয়ের তৎপরতায় রক্ষা পান তিনি আর আয়েষা, দু’জনেই।
১৩১৪
শুধু তাই নয়। তাঁর জন্য বন্ধ হল না ছবির শুটিং-ও। ফলে বড় অঙ্কের আর্থিক ক্ষতির হাত থেকেও রক্ষা পান এর প্রযোজকরা। মোট ন’জন প্রযোজক টাকা লগ্নি করেছিলেন এই ছবিতে।
১৪১৪
নাগেশ কুকুনুরের পরিচালনায় ‘এইট টু টেন তসবীর’ মুক্তি পেয়েছিল ২০০৯-এর ৩ এপ্রিল। ছবির শুটিংয়ের সঙ্গে জড়িয়ে আছে এ রকমই এক রোমহর্ষক ঘটনা।